মাঝনদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কোপ! মৃত দুই মৎস্যজীবী-সহ তিন…| Lightning strikes while fishing in the middle of the river Three dead including two fishermen


প্রসেনজিত্‍ সরদার: বাংলার জেলা জুড়ে নানা জায়গায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা চোখে পড়ার মতো সংখ্যায় ঘটছে। এবার ক্যানিং জীবনতলায় বাজ পড়ে মৃত্যু হল দুই মৎস্যজীবী-সহ তিন ব্যক্তির। ঘটনাস্থলে এলাকার বিধায়ক শওকত মোল্লা। 

ঘটনাটি ঘটেছে, ক্যানিং জীবনতলা থানার মৌখালী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৌখালী এলাকায় মাতলা নদীতে নৌকাতে মাছ ধরার সময় সন্ধ্যা নাগাদ বজ্রপাত-সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় বাজ পড়ে দুজন মারা যায়। পাশাপাশি ওই এলাকায় এক ব্যক্তি বাড়ি ফেরার পথেও বজ্রপড়ে মারা যায়। এলাকার বিধায়ক শওকত মোল্লা যায় ঐ এলাকায়। 

উল্লেখ্য, চলতি বছরে মে মাসে এক বিকেলে বৃষ্টি শুরু হয় পুরুলিয়ায়। বৃষ্টি হয়েছে জেলার সর্বত্রই। সঙ্গে বজ্রপাতও। বাঘমুন্ডিতে অযোধ্য পাহাড়ের ভুইঁঘোরা গ্ৰামে বাজে পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। গুরুতর আহত হন আরও ১। তড়িঘড়ি তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

এরকমই বাজের কোপে পড়ে কিছু পড়ুয়ারা। বর্ষাকালে দুপুরে হঠাৎ করেই মেঘ ঘনিয়ে আসে মুর্শিদাবাদের ডোমকল অঞ্চলে। তখনই বৃষ্টিও শুরু হয়। আর হঠাৎ করেই বজ্রপাত! বাজ পড়ে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরের গাছে। স্কুলে তখন টিফিন-টাইম। আচমকা সেই বজ্রপাতে অসুস্থ হয়ে পড়ে ২৭ জন ছাত্রছাত্রী। একজন ছাত্র এবং বাকি ২৬ জনই ছাত্রী বলে খবর। আহত পড়ুয়াদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।

আরও পড়ুন:Howrah-Bankura Rail: স্বপ্নের রেলসংযোগ! ঐতিহাসিক এই প্রকল্পে পূর্ব রেলের সঙ্গে জুড়ে গেল দক্ষিণ-পূর্ব রেল…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *