Kunal Ghosh News,কাজে ফেরার বার্তা বামপন্থী চিকিৎসকের, কর্মবিরতি শুনেই জুনিয়র ডাক্তারদের তোপ কুণালের – kunal ghosh criticize junior doctors decision of work suspension


জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কার স্বার্থে এই পদক্ষেপ? প্রশ্ন করলেন তিনি। শুধু তাই নয়, জুনিয়র চিকিৎসকদের এই পদক্ষেপ গরিব মানুষদের বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য করছেন বলে দাবি করেছেন কুণাল।মঙ্গলবার থেকে ১০ দফা দাবিতে ফের কর্মবিরতির পথে হেঁটেছেন জুনিয়র চিকিৎসকরা। আর তাঁদের এই পদক্ষেপ ‘দুর্ভাগ্যজনক’ বলে দাবি করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টও জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে বলেছে। তারপরেও এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আলোচনা করেছেন, কথা বলার চেষ্টা করেছেন, পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থার সমস্ত কাজ চলছে। একদিকে উৎসবের মরশুম, অন্যদিকে বন্যা পরিস্থিতি। এই অবস্থায় কারা কর্মবিরতির পরামর্শ দিচ্ছেন?’

কুণালের সংযোজন, ‘কারা এসব করছেন? গরিব মানুষকে বাধ্য করছেন বেসরকারি হাসপাতালে যেতে। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বাঁচোয়া। না হলে সমস্যায় পড়ছেন। সুপ্রিম কোর্টে ওঁদের আইনজীবী বলেছেন তাঁরা কাজ করছেন। সেক্ষেত্রে কার উদ্দেশ্যে কর্মবিরতির ডাক? কারা চাইছেন এই ধরনের পরিস্থিতি তৈরি করতে?’ কুণালের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বামপন্থী চিকিৎসক সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স’-এর প্রাক্তন সভাপতি গৌতম মুখোপাধ্যায় রোগীদের স্বার্থে কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরার জন্য জুনিয়র ডাক্তারদের আবেদন করেন।

মহালয়ায় ধর্মতলায় মহামিছিল, সমাবেশ জুনিয়র ডাক্তারদের

যদিও যৌথ মঞ্চ জানিয়েছেন এই মন্তব্য গৌতম মুখোপাধ্যায়ের ব্যক্তিগত। ১০ দফা দাবিতে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মহালয়ার দিন তাঁরা ‘মহামিছিল’ এবং ধর্মতলায় ‘মহাসমাবেশ’-এর আয়োজন করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *