Durga Puja: নতুনগ্রামের কাঠের পুতুলে সাজিয়ে তুলছে মুম্বইয়ের পুজোমণ্ডপ – mumbai durga puja pandal decorated with wooden dolls from bardhaman


সূর্যকান্ত কুমার, কালনা
দুর্গাপুজোয় কলকাতা ও রাজ্যের বিভিন্ন মণ্ডপে চোখে পড়ে নতুনগ্রামের কাঠের পুতুল। তবে এই প্রথম সেই পেঁচা, রাজারানির পুতুলে সাজবে মুম্বইয়ের কোনও পুজোমণ্ডপ। শুধু তাই নয়, কালনার শিল্পীর তৈরি প্রতিমার সাজ এ বার গেল বৃন্দাবন ও লখনৌয়ে। ভিন রাজ্য থেকে অর্ডার পেয়ে শিল্পীরা খুশি হলেও জানালেন, এ বার সব মিলিয়ে কাজের বরাত কম। কেন? তাঁদের মতে, আরজি কর কাণ্ডের প্রভাবে হয়তো পুজোয় জাঁকজমক কমিয়েছেন অনেক উদ্যোক্তা।নতুনগ্রামের শিল্পী গৌরাঙ্গ ভাস্কর ও গৌতম ভাস্কর জানালেন, সাড়ে ৪ ফুট উচ্চতার ১২টি পুতুল গিয়েছে মুম্বইয়ে। তার মধ্যে ৩টি পেঁচা আর ৯টি রয়েছে রাজার মূর্তি। গৌরাঙ্গ বলেন, ‘বরাত পাওয়ার পর আগস্ট থেকে কাজ শুরু করেছি। মুম্বইয়ে এ বারই প্রথম পুতুল গেল।’ কলকাতা ও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন মণ্ডপের জন্য পেঁচা, দারোয়ান ও রাজারানির হাজার দুয়েক পুতুল তৈরি করছেন অজয় ভাস্কর, টোটোন সূত্রধর, উত্তম ভাস্করদের মতে শিল্পীরা।

সদা ভাস্কর, কমল ভাস্কররা বলেন, ‘কলকাতায় বিগ বাজেটের পুজো সংলগ্ন মেলায় কাঠের পুতুলের স্টল দেন গ্রামের অনেক শিল্পী। তবে এ বার আরজি করের ঘটনার প্রভাবে বিক্রিবাটা কেমন হবে বোঝা যাচ্ছে না।’ পুতুল তৈরির পাশাপাশি মণ্ডপে কাঠের কারুকাজ করার বরাত পান সুদেব ভাস্কর। তিনি জানালেন, এ বার একটিও বরাত মেলেনি।

ও দিকে, বৃন্দাবনের ৪টি দুর্গাপ্রতিমার গায়ে উঠবে কালনার শিল্পী রমেন পালের তৈরি সাজ। মাউন্ট বোর্ড পেপারের উপর জরি, চুমকি, স্টোন, দড়ির কাজ রয়েছে তাতে। সেই সাজ লখনৌয়ে প্রতিমার গায়েও দেখা যাবে।

কালনা শহরের নিচু জাপট এলাকার বাসিন্দা রমেন বলেন, ‘ভিন রাজ্যের পাশাপাশি কলকাতা, শিলিগুড়ি, মালদা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় আমার তৈরি প্রতিমার সাজ যাচ্ছে। এখনও সব কাজ শেষ করে উঠতে পারিনি। স্ত্রী বিনোদিনী ও কারিগর শিউলি পাল, চন্দনা পালদের নিয়ে রাতদিন কাজ চলছে। সাজের দাম শুরু দেড় থেকে ১৫ হাজার টাকার মধ্যে রয়েছে। ভিন রাজ্যে চাহিদা বেশি বেশি দামের সাজের।’

তবে এ বার জরি, চুমকি-সহ সমস্ত উপকরণের দাম বেড়েছে বলে জানালেন রমেন। তিনি জানান, মাউন্ট বোর্ড পেপারের দাম ছিল ২৮ টাকা, তা বেড়ে হয়েছে ৪০ টাকা। জরির দাম ২০ টাকা বেড়ে ২০০ টাকায় বিকোচ্ছে। চুমকি, স্টোন, পুঁতির দাম বেড়েছে ১৫-৩০ টাকার মতো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *