Kolkata News: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, বাঁশদ্রোণীতে পে-লোডারের ধাক্কায় মৃত নবম শ্রেণির পড়ুয়া – kolkata resident student died stuck with jcb at bansdroni police station area


মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতা শহরে। প্রাইভেট টিউশনে যাওয়ার সময় পে-লোডারের ধাক্কায় মৃত্যু এক নবম শ্রেণির ছাত্রের। মৃত পড়ুয়ার নাম সৌম্য শীল। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয়। পে-লোডার ভাঙচুর করা হয়।বুধবার, মহালয়ার সকালে কলকাতা পুরসভার বাঁশদ্রোণী এলাকার ১১৩ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনাটি ঘটে। ওই পড়ুয়া যেখানে টিউশন পড়তে যায়, সেই কোচিং সেন্টারের সামনে পে-লোডার চাপা দেয় তাকে। মাটি কাটার সময় অতর্কিতে জেসিবিটি ধাক্কা মারে পড়ুয়াকে। গাড়িতে পিষ্ট হয়ে যায় ছাত্রটি। রক্তাক্ত অবস্থায় ওই পড়ুয়াকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে রাস্তা সারাইয়ের কাজ চলছে। সেই সারাইয়ের কাজের জন্য রাখা ছিল ওই পে-লোডার। গাড়ি চালক পড়ুয়াটিকে দেখতে না পেয়ে ধাক্কা মারে। তাঁদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে রাস্তার অবস্থা বেহাল। সেই রাস্তা দিয়ে চলাচল করাই বিপজ্জনক। ছাত্র মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

Durga Puja: উৎসবে ঘোরাঘুরি গাড়িতে? আগেই সেরে রাখুন বুকিং
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ পৌঁছতেই উত্তেজনা আরও বেড়ে যায়। স্থানীয়েরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। ওই গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করছে পুলিশ। অসাধানতা বা অসতর্কতার কারণেও এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *