মহালয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে ভোরে রেডিয়োয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী আর গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ভিড়। শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, মহালয়ার অর্থ পিতৃপক্ষ বা কৃষ্ণপক্ষের অবসান এবং তারই সাথে শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনা। মহালয়া ঘিরে রয়েছে নানা গল্প। কিছু পৌরাণিক গল্প এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী অসুর নিধনে এই দিনেই আবির্ভূত হয়েছিলেন দেবী দুর্গা। আরজি কর কাণ্ডের আবহে তবে এই বছরের মহালয়া অন্য বছরের তুলনায় কিছুটা আলাদা। মহালয়ার সকালে তর্পণের মাঝেই সবার মুখে ন্যায় বিচারের দাবি বাঁকুড়ায়। দেবী পক্ষের সূচনা যেন আরজি কর কাণ্ডের প্রতিবাদের পালে হাওয়া লাগিয়েছে। নতুন উদ্যমে শুরু হয়েছে আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিবাদ। বিস্তারিত রইলো এই ভিডিয়োতে।