
কেন ভিআইপি রোড বিশ্ব বাংলা সরণিতে বাড়ছে দুর্ঘটনা?
ট্র্যাফিক পুলিশের একাংশের বক্তব্য, অফিস টাইমে গাড়ির চাপ এত বেশি থাকে যে, ভিআইপি রোডে যান চলাচল স্বাভাবিক রাখতে বেশি সময় দিতে হচ্ছে। ফলে ট্র্যাফিক আইন অমান্য করলেও সব সময়ে গাড়ি আটকানো সম্ভব হয় না। পাশাপাশি শহরের অন্য রাস্তার তুলনায় এই রাস্তা দু’টি অনেকটাই চওড়া। ফলে, চালকরাও ভিআইপি রোড এবং বিশ্ব বাংলা সরণিতে জোরে গাড়ি চালাতে গিয়ে হামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছেন বলেই এলাকার বাসিন্দাদের বক্তব্য।
পুলিশ সূত্রে খবর, ওই সব রাস্তায় দুর্ঘটনার কারণ হিসেবে চালকদের গাফিলতির পাশাপাশি নজরদারির খামতির কথাও উঠে আসছে। রাতের শহরে ট্র্যাফিক পুলিশ যে সংখ্যায় মজবুত থাকা প্রয়োজন, তা থাকে না। এই পরিস্থিতি বিধাননগর কমিশনারেট এলাকায় দুর্ঘটনা ঠেকাতে সব ট্র্যাফিক গার্ডের কর্তাদের বাড়তি সতর্কতা নেওয়ার বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার মুকেশ কুমার।
ওই রাস্তা নিয়ে নিত্যদিন যাতায়াত করেন লেকটাউনের বাসিন্দা পায়েল চৌধুরী। তাঁর বক্তব্য, ‘ভিআইপি রোডে বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে থাকা যাত্রীদের কে আগে তুলবে তা নিয়ে বাস চালকদের রেষারেষি রোজকার ঘটনা। এই রেষারেষির জন্য মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।’
পুলিশের বক্তব্য, দুর্ঘটনা ঠেকাতে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে স্পিড লিমিটারের সংখ্যা বাড়ানো হবে—এমনটাই ঠিক হয়েছে। এ ছাড়া, চলবে প্রচার কর্মসূচি। ট্র্যাফিক বিভাগের এক আধিকারিক বলেন, ‘রাতের দিকে দুর্ঘটনা বেশি তাই কর্মীদের চেকিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলেই সংশ্লিষ্ট চালকদের জরিমানার পাশাপাশি, তিন মাসের জন্য বাতিল করা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সও।’