Ips Vineet Goyal,নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগ, বিনীতের বিরুদ্ধে মামলার নোটিস জারির নির্দেশ – calcutta high court gives instruction to serve notice for the case against ips vineet goyal


আরজি করের নির্যাতিতার নাম প্রকাশ করা সংক্রান্ত মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের মামলায় নোটিস ইস্যুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যের কৌঁসুলিকে নোটিস দেওয়ার নির্দেশ দেন। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা। শুক্রবার বর্ষীয়ান আইনজীবী মহেশ জেটমালানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটির দ্রুত শুনানির আবেদন জানান। তিনি এও জানান, কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির জন্য কোনও বাধা নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।কলকাতা হাইকোর্টে দায়ের করা একটি মামলায় অভিযোগ করা হয়েছে, আরজি করের নির্যাতিতার নাম বহুবার প্রকাশ্যে আনেন বিনীত গোয়েল। যা আইনবিরুদ্ধ। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট, আবেদনে জানানো হয়েছে এমনটাও।

কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে মামলাকারীর হয়ে আইনজীবী মহেশ জেঠমালানি বলেছিলেন, ‘সিপি (বর্তমানে প্রাক্তন) নিজে ওই নির্যাতিতার নাম সংবাদ মাধ্যমে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে এফআইআর করার জন্য নির্দেশ দিক আদালত।’ কলকাতার পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে কী ভাবে তিনি নির্যাতিতার নাম মুখে আনলেন? হাইকোর্টে এই প্রশ্ন তুলেছিলেন বর্ষীয়ান এই আইনজীবী। যদিও বিনীত গোয়েলের আইনজীবী বলেছিলেন, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে ইতিমধ্যেই ট্রান্সফার করা হয়েছে বিনীত গোয়েলকে। আরজি কর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই হাইকোর্টে এই মামলার গুরুত্ব নেই।

Live: আরজি করের ৭ জনকে সাসপেন্ড করার আর্জি, নামের তালিকা চাইল সুপ্রিম কোর্ট

কিন্তু সুপ্রিম কোর্টে মূল মামলার শুনানির পর হাইকোর্টে এই মামলা চলায় আলাদা করে কোনও আইনি বাধা নেই বলে আদালতে আর্জি জানিয়েছিলেন মহেশ জেঠমালানি। উল্লেখ্য, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয়েছে বিনীত গোয়েলকে। তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ-এর এডিজি পদের দায়িত্ব দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *