Junior Doctors Protest,কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের – junior doctors protest rally today live


কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। তবে সরকারকে ডেডলাইনও বেঁধে দিলেন তাঁরা। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের ১০ দফা দাবি পূরণ না হলে অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তাঁরা। ডোরিনা ক্রসিংয়ে লাগাতার কর্মসূচি চালানোর কথাও ঘোষণা করলেন তাঁরা। শুক্রবার রাত ৮টার পর ডাক্তারদের পক্ষ থেকে বিষয়টি ঘোষণা করা হয়।জুনিয়র ডাক্তারদের মিছিল এবং তা ঘিরে এ দিন সন্ধ্যায় তুমুল উত্তেজনা ছড়ায় ধর্মতলায়। স্বাভাবিকভাবেই ব্যাপক যানজটও তৈরি হয় এলাকায়। এসএসকেএম থেকে শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের মিছিল ধর্মতলায় পৌঁছলে মেট্রো চ্যানেলে অপেক্ষারত তাঁদের কয়েকজন সহকর্মী আন্দোলনকারীকে টেনে হিঁচড়ে সরানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে পড়েন জুনিয়র ডাক্তারেরা। কলকাতা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। দাবি, পুলিশকে ক্ষমা চাইতে হবে। পুলিশ জানিয়েছে, কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।


যানজটের জেরে অফিস থেকে বের হওয়া মানুষজনকে ব্যাপক সমস্যায় পড়তে হয়। যানজটে আটকে যায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের গাড়িও। পরে পুলিশের হস্তক্ষেপে স্পিকারের গাড়ি গন্তব্যের দিকে রওনা করানো হয়। কিন্তু দফায় দফায় পুলিশের সঙ্গে তর্কাতর্কি চলে জুনিয়র ডাক্তারদের।

অবস্থানে বসলেন জুনিয়র ডাক্তাররা

আন্দোলনকারীদের পক্ষে দেবাশিস হালদার বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। তার মধ্যেই কয়েকজন পুলিশ আমাদের কয়েকজনকে হেনস্থা করে। আমরা রাস্তার পাশে এক জায়গায় দাঁড়িয়ে বা বসে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে চেয়েছিলাম। টানা হ্যাঁচড়া করে কয়েকজনকে সরানো হয়। পুলিশকে পরে যখন বিষয়টা আমরা বললাম, তখন বলা হল, আমরা দেখছি।’ পরে তিনি কর্মবিরতি থেকে সরে আসার কথা জানিয়েছেন। তবে এও স্পষ্ট করেছেন সরকার দাবি না মানা অবধি ধর্নামঞ্চ থাকছে।

কর্মবিরতি নিয়ে সিনিয়রদের সঙ্গে ফের বৈঠকে জুনিয়র ডাক্তাররা

এদিন সন্ধ্যাতেই কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া কথা ছিল জুনিয়র ডাক্তারদের। কর্মবিরতি নিয়ে ঘরে বাইরে চাপের মুখে পড়েছেন তাঁরা। তাঁদের নিজেদের মধ্যে দ্বিমত আগে থেকেই ছিল। নতুন করে সিনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ চাইছেন, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন। সেই মতামতকে মান্যতা দিয়েই কর্মবিরতি পথ থেকে আপাতত সরে এলেন জুনিয়র ডাক্তাররা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *