স্বস্তিকা মুখোপাধ্যায় পুজো প্রেম থেকে সিনেমার শুটিং সবকিছু নিয়ে খোলামেলা আড্ডায় মাতলেন এই সময় অনলাইনের সঙ্গে। পুজোর কটা দিন ঘুরতে যাওয়ার বিরুদ্ধে তিনি, শহর কলকাতায় থেকে পুজোর আমেজে গা ভাসাতে বেশি পছন্দ করেন তিনি বলে জানালেন। মেয়ে সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এই বছর তার মেয়ে পুজোয় কলকাতায় আস্তে পারছে না। যে কারণে খানিকটা ফাঁকা অনুভব করবেন পুজোয়। পাশাপাশি তিনি বলেন, আরজি কর কাণ্ডের আবহে আলাদা করে বিশেষ কিছু করার প্ল্যানিং তাঁর নেই এই বারের পুজোয়। পাশাপাশি প্রেম নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘এখন অনেক দিন প্রেম হচ্ছে না’। আর কী কী শেয়ার করলেন তিনি? বিস্তারিত রইল এই ভিডিয়োতে।