Swastika Mukherjee Exclusive: ‘আই অ্য়াম নট আ রিগ্রেটফুল পার্সেন’, অকপট আড্ডায় স্বস্তিকা – tekka actress swastika mukherjee exclusive interview talking about her relation with director srijit mukherji watch video


EiSamay.Com 4 Oct 2024, 2:16 pm

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সিনেমা মুক্তি পাচ্ছে এই পুজোয়। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় দেব ও রুক্মিণী মৈত্র অভিনীত টেক্কা সিনেমায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ছবি মুক্তির আগে পরিচালক সৃজিতকে নিয়ে নানা কথা শেয়ার করলেন অভিনেত্রী। সৃজিতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক কেমন, তা জানালেন তিনি। এছাড়া সৃজিতের অনেক সিক্রেট শেয়ার করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় সৃজিত মুখোপাধ্যায় আর এখন অনেকটাই শান্ত বলে জানান স্বস্তিকা। মা হিসেবে রিল এবং রিয়েল লাইফে কেমন, সেই নিয়েও অকপট অভিনেত্রী। তিনি জানান, ‘আই অ্য়াম নট আ রিগ্রেটফুল পার্সেন’। বিস্তারিত দেখুন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *