‘কারা এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে?’, জয়নগর কাণ্ডে সরব আরজি করের নির্যাতিতার বাবা-মা – rg kar victim parents opens up about the jainagar incident


জয়নগরে এক ৯ বছরের শিশুকে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। এ বার এই ঘটনায় মুখ খুললেন আরজি করের নির্যাতিতার বাবা ও মা। ‘চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। নারী সুরক্ষা কোথায়?, প্রশ্ন তাঁদের।শনিবার ভোর রাতে জয়নগরের মহিষমারি এলাকায় একটি জলাভূমি থেকে উদ্ধার করা হয় এক ৯ বছরের শিশুর দেহ। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে ১৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, শিশুকে খুনের কথা স্বীকার করেছে ওই যুবক। তবে ধর্ষণ হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার সকাল থেকেই এই ঘটনায় তপ্ত জয়নগর। দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে যান।

এই ঘটনায় মুখ খুলেছেন আরজি করে নির্যাতিতা চিকিৎক তরুণীর বাবা ও মা। গত দুই মাস ধরে রাজ্যের প্রায় সমস্ত প্রান্তে আরজি করের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়, প্রতিবাদ মিছিল হয়। কিন্তু তারপরেও কারা এই ধরনের কাজ করার সাহস পাচ্ছে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা ও মা। পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার মা ও বাবা। তাঁরা বলেন, ‘নারী সুরক্ষা বিঘ্নিত হয়েছে রাজ্যে।’ জুনিয়র ডাক্তারদের আন্দোলন-ধর্না অবস্থান নিয়ে সিদ্ধান্তকে সমর্থন করেন নির্যাতিতার বাবা-মা।

জয়নগরে ছাত্রীকে ধর্ষণ করে খুনে নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার পুলিশ সুপারের

প্রসঙ্গত, জয়নগরের অভিযুক্তকে শনিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়। তবে তার হয়ে কোনও আইনজীবী সওয়াল করেননি। পুলিশ অভিযুক্তকে ৭ দিনের হেফাজতে চায়। তা মঞ্জুর করে আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *