Junior Doctors Protest: সরকারকে দেওয়া সময়সীমা শেষ, ‘আমরণ’ অনশনে জুনিয়র ডাক্তাররা – junior doctors started hunger strike at dharmatala on rg kar case


ধর্মতলায় ‘আমরণ’ অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা। সরকারের কাছে মোট ১০ দফা দাবি নিয়ে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত আটটায় সেই সময়সীমা শেষ হয়েছে। এরপরেই মোট ছয় জন চিকিৎসক অনশন শুরু করলেন।শনিবার অনশন মঞ্চ থেকে চিকিৎসকেরা বলেন, ‘২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা পর পেলাম শুধুই হুমকি। উৎসবে ফিরতে বলা হয়েছে, কিন্তু আমাদের সেই মানসিকতা নেই। আজ থেকেই আমরা আমরণ অনশনে বসছি। আমরা কাজে ফিরছি, কিন্তু খাবার খাব না।’

জুনিয়র ডাক্তারদের তরফে মঞ্চের চারিদিকে সিসিটিভি লাগানো হয়েছে। অনশনের স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ পদক্ষেপ করছেন জুনিয়র ডাক্তারেরা। আন্দোলকারীরা অনশন মঞ্চে কী ঘটছে সেটা সরাসরি দেখতে পাবেন। শনিবার মোট ছয়জন অনশনে বসেছেন। যদিও, তাঁদের মধ্যে আরজি করে কোনও জুনিয়র ডাক্তার নেই।

‘কারা এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে?’, জয়নগর কাণ্ডে সরব আরজি করের নির্যাতিতার বাবা-মা
তবে, এ দিন অনশন মঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা জানান, সিবিআইয়ের উপরেও তাঁদের সম্পূর্ণ আস্থা নেই। জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি বলেন, ‘সিবিআইয়ের তদন্তের উপর আমাদের আস্থা ছিল। তবে, এখন বলছি সম্পূর্ণ আস্থা নেই। আদালতে যে শুনানি হচ্ছে তাতে বোঝা যাচ্ছে না, তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে।’ অনশনের পাশাপাশি তাঁদের আন্দোলন চলতে থাকবে বলেও জানান জুনিয়র ডাক্তাররা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *