Bangla Sahayata Kendra,পুজোর মুখে সুখবর, ভাতা বাড়ছে বাংলা সহায়তা কেন্দ্রের এই কর্মীদের – bangla sahayata kendra dtp operator remuneration increased by west bengal government


পুজোর মুখেই বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের জন্য সুখবর। ডেটা এন্ট্রি অপারেটরদের ভাতা বৃদ্ধির ঘোষণা নবান্নের। পাশাপাশি, তাঁদের বার্ষিক ভাতাও বাড়তে চলেছে।সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটররা মাসে ১৪,৩৮০ টাকা পারিশ্রমিক পেতেন। তবে, চলতি বছর অক্টোবর থেকেই ভাতা বেড়ে হবে মোট ১৬,০০০ টাকা। অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক পারিশ্রমিক ১,৬২০ টাকা বৃদ্ধি পেতে চলেছে। সেই হিসাব অনুযায়ী বছরে পারিশ্রমিক বাবদ ১৯, ৪৪০ টাকা বেশি পাবেন ডেটা এন্ট্রি অপারেটররা।

এখানেই শেষ নয়। আগামী বছর থেকে রাজ্যের সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের বার্ষিক বেতনও বৃদ্ধি পেতে চলেছে। যদিও, বর্ধিত এই বেতন কার্যকর হবে ২০২৫ সালের জুলাই মাসে থেকে। জানানো হয়েছে, ২০২৫ সালের জুলাই থেকে বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি পাবে।

ভাতা বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি
রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য বা অবগত করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু করা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র বা BSK। এই কেন্দ্রগুলি থেকে নিঃখরচায় যে কোনও নাগরিকরা বিভিন্ন সরকারি পরিষেবা সম্পর্কে সহায়তা নিতে পারেন। সহায়তা কেন্দ্রের জন্য সরকারি নানা পরিষেবা কীভাবে পেতে হয় সেই সম্পর্কে জানতে, বিভিন্ন তথ্য পেতে জনসাধারণকে সরকারি অফিসে যেতে হয় না।

BJP In West Bengal: পুজো হোক, তবে উৎসব পালনে সতর্কতা বিজেপিতে
রাজ্য সরকারের মোট ৪০টি বিভাগের ২৯২টি বিভিন্ন ধরণের পরিষেবা দেওয়া হয় এই সহায়তা কেন্দ্রগুলি থেকে। রাজ্য সরকারের ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত মোট ৩,৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে বিভিন্ন জেলায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *