Mamata Banerjee: জয়নগরকাণ্ডে ৩ মাসের মধ্যে ‘দোষীর’ ফাঁসির সাজা চাইলেন মুখ্যমন্ত্রী – cm mamata banerjee has given big statement on jaynagar child death incident


জয়নগরে নাবালিকাকে খুনের ঘটনায় তিন মাসের মধ্যে বিচার করে অভিযুক্তের ফাঁসির নির্দেশ দেওয়া হোক। এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আলিপুর বডিগার্ড লাইনসের পুজোর উদ্বোধনে গিয়ে জয়নগরকাণ্ড নিয়ে মুখ খোলেন তিনি। মমতা বলেন, ‘বাংলায় দু-একটা ঘটনা ঘটে গেলে চিৎকার, হাহাকার করা হয়। করা উচিত, অধিকার আছে। তবে, অন্য জায়গায় ঘটলে মুখে লিউকোপ্লাস্টার থাকে। কেউ প্রতিবাদ করে না।’ এরপরেই তাঁর সংযোজন, ‘কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কোর্টে তুলে ৩ মাসের মধ্যে ফাঁসির অর্ডার নিয়ে আসুক।’রবিবার এই অনুষ্ঠান থেকে পুলিশ বাহিনীর উদ্দেশে মমতা বলেন, ‘আপনাদের যে যাই বলুক, পাত্তা দেবেন না। যে কাজ করবে, গালাগাল সেই খাবে। এটাই নিয়ম। রাফ অ্যান্ড টাফ হন। তবে, আপনাদের কাজের মধ্যে মানবিক দিকটাও দেখবেন।’

Mamata Banerjee: পুজোয় দুর্যোগের আশঙ্কা, নিজের জন্মদিনের স্মৃতি ভাগ করে অভয় মুখ্যমন্ত্রীর

পাশাপাশি, সমাজ মাধ্যমে ফেক ভিডিয়ো ছড়ানো এবং ধর্ষণের মতো সংবেদনশীল ঘটনাকে নিয়ে মিডিয়া ট্রায়াল করার বিরোধিতা করেন মমতা। তিনি বলেন, ‘ইউটিউবে যে খারাপ ভিডিয়ো দেওয়া হয়, সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে। ছোটদের মধ্যেও এই প্রবণতা বেড়েছে, তাদের আমি দোষ দিই না।’ সিনেমা-সিরিয়ালে অপরাধমূলক ঘটনা দেখানোয় বিরূপ প্রভাব পড়ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর সংযোজন, যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়। আমি বারবার বলি ক্রাইম দেখাবে না। এই অপরাধ দেখে অন্যরা ফলো করে। শুধু আমায় গালিগালাজ আর পুলিশকে গালিগালাজ করলেই হবে? আপনাদের দায়বদ্ধতা নেই? প্রশ্ন তোলেন মমতা।

রাজ্যের হাসপাতালেই নাবালিকার ময়নাতদন্ত, করবেন AIIMS-এর চিকিৎসকরা, নির্দেশ হাইকোর্টের
রাজ্যের একের পর এক নারী নিগ্রহের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। একাধিক জায়গায় পুলিশ বাহিনীর উপর আক্রমণের ঘটনাও ঘটছে। এই প্রেক্ষিতে মমতা বলেন, ‘পুলিশের কোনও ভুল অযাচিতভাবে হয়ে গেলে, সেটাকে নিয়ে অনেকে অনেক কথা বলেন। কুৎসা, অপপ্রচার করে। অথচ তাঁরা জানে না, আর্মি, সেন্ট্রাল ফোর্সের যা সম্মান আছে, কলকাতা বা রাজ্য পুলিশের সম্মান কোনও অংশে কম নয়। পুলিশ ভালো কাজ করলে তো কেউ বলে না।’ কেউ ভুল কাজ করলে কেন গোটা পুলিশ বাহিনীকে দোষারোপ কেন করা হবে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *