পাশাপাশি, সমাজ মাধ্যমে ফেক ভিডিয়ো ছড়ানো এবং ধর্ষণের মতো সংবেদনশীল ঘটনাকে নিয়ে মিডিয়া ট্রায়াল করার বিরোধিতা করেন মমতা। তিনি বলেন, ‘ইউটিউবে যে খারাপ ভিডিয়ো দেওয়া হয়, সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে। ছোটদের মধ্যেও এই প্রবণতা বেড়েছে, তাদের আমি দোষ দিই না।’ সিনেমা-সিরিয়ালে অপরাধমূলক ঘটনা দেখানোয় বিরূপ প্রভাব পড়ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর সংযোজন, যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়। আমি বারবার বলি ক্রাইম দেখাবে না। এই অপরাধ দেখে অন্যরা ফলো করে। শুধু আমায় গালিগালাজ আর পুলিশকে গালিগালাজ করলেই হবে? আপনাদের দায়বদ্ধতা নেই? প্রশ্ন তোলেন মমতা।
রাজ্যের একের পর এক নারী নিগ্রহের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। একাধিক জায়গায় পুলিশ বাহিনীর উপর আক্রমণের ঘটনাও ঘটছে। এই প্রেক্ষিতে মমতা বলেন, ‘পুলিশের কোনও ভুল অযাচিতভাবে হয়ে গেলে, সেটাকে নিয়ে অনেকে অনেক কথা বলেন। কুৎসা, অপপ্রচার করে। অথচ তাঁরা জানে না, আর্মি, সেন্ট্রাল ফোর্সের যা সম্মান আছে, কলকাতা বা রাজ্য পুলিশের সম্মান কোনও অংশে কম নয়। পুলিশ ভালো কাজ করলে তো কেউ বলে না।’ কেউ ভুল কাজ করলে কেন গোটা পুলিশ বাহিনীকে দোষারোপ কেন করা হবে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।