Medinipur Incident: মোবাইল চুরি? মহিলাকে গাছে বেঁধে ভর্ৎসনা, গ্রামেই মিটমাট – medinipur neighbours tie a woman with tree for stealing mobile phone


এই সময়, মেদিনীপুর: প্রতিবেশীর বাড়ি থেকে মোবাইল চুরির অভিযোগে এক মহিলাকে গাছে বেঁধে রাখলেন প্রতিবেশীরা। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকায় ওই ঘটনায় অভিযুক্ত মহিলাকে গাছে বেঁধে রাখার একটি ভিডিয়ো (যাচাই করেনি ‘এই সময়’) ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।সেখানে দেখা যায়, পাড়ার মহিলারা ওই বধূকে ঘিরে ধরে ভর্ৎসনা করছেন। পুলিশ আসার আগেই অবশ্য তাঁকে বাঁধন-মুক্ত করেন গ্রামের মহিলারাই। পরে গ্রামে বসেই মিটমাট করে নেওয়া হয় মোবাইল চুরির ঘটনা। পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি আক্রান্ত মহিলা।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দাসপুরে পথ দুর্ঘটনায় দীপক মাইতি নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ময়না তদন্তের পরে শুক্রবার তাঁর মৃতদেহ গ্রামে পৌঁছয়। দীপকের মৃতদেহ গ্রামে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাঁদের বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা। শোকবিহ্বল পরিবারে সমবেদনা জানাতে গিয়ে অভিযুক্ত মহিলা তাঁদের বাড়ির ভেতরে ঢুকে ঘর থেকে একটি দামি মোবাইল নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। শনিবার সকালে চুরি যাওয়া মোবাইলটি অভিযুক্তের কাছে দেখতে পেয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বাড়ি থেকে তাঁকে ডেকে আনা হয়। মোবাইল কোথায় পেয়েছে তাও জানতে চাওয়া হয়। সঠিক উত্তর দিতে না পারায় গ্রামের মহিলারা অভিযুক্তকে ধরে গাছে বেঁধে রাখেন বলে অভিযোগ। শুরু হয় গালাগাল। অনেকে এই দৃশ্য মোবাইল-বন্দি করেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, গ্রামের অনেক মানুষ দাঁড়িয়ে ওই ঘটনা উপভোগ করছেন। পুলিশের এক কর্তা বলেন, ‘গ্রামবাসী বা আক্রান্ত মহিলা কেউ-ই কোনও অভিযোগ দায়ের করেননি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *