সূত্রের খবর, আর্থিক দুর্নীতি মামলায় ধৃত ভেন্ডার বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপের প্রাক্তন দেহরক্ষী আফসার আলি খানের সঙ্গে যোগাযোগ ছিল আশিসের। কার্যত তাঁদের-ই ‘দখলে’ ছিল হাসপাতালের যাবতীয় বিষয়। ই-টেন্ডারের বদলে এক লক্ষ টাকার কম অঙ্কের টেন্ডার পেতেন বিপ্লব এবং সুমন হাজরা। অথবা তাঁদের ঘনিষ্ঠরা। এই দুর্নীতিতে কয়েকটি কাগুজে কোম্পানিও খোলা হয়েছিল।
শুধু তাই নয়, অবৈধ ভাবে বাইক পার্কিং করা হতো হাসপাতালে। সেখান থেকেও টাকা তোলার অভিযোগ রয়েছে। যা করতেন আফসারের ভাই। অভিযোগ, হাসপাতালের সমস্ত রকমের দুর্নীতির নেপথ্যে সন্দীপের মদত ছিল।
তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ৯ অগস্ট সেমিনার রুমের আশপাশে দেখা গিয়েছিল আশিসকে। আবার তার আগের দিন নিউটাউনের একটি হোটেল বুক করে সেখানে ছিলেন তিনি। সিসিটিভির ফুটেজ এবং হোটেলের এক কর্মীর বয়ান থেকে জানা গিয়েছে, আশিস ঘটনার দিন কয়েক বার হোটেল ঢোকেন এবং বাইরে যান। তাঁর সঙ্গে আরও একজন ছিলেন। হস্টেলে থাকলেও কেন তিনি হঠাৎ করে হোটেলে থাকতে গেলেন, সে বিষয়ে জানতে সন্দীপ এবং আশিসকে জেরা করে এ বিষয়ে ধোঁয়াশা কাটাতে চাইছেন গোয়েন্দারা।
আরজি কর হাসপাতালের টিএমসিপি ইউনিটের সভাপতি ছিলেন আশিস। ২০২২-২৩ সালে ইন্টার্নশিপ শেষে আরজি করে হাউস স্টাফ হিসেবে কাজ শুরু করেন তিনি। এর পর, সন্দীপের ঘনিষ্ঠ হয়ে ওঠেন।