Sourav Ganguly: ‘এটা এই বছরের প্রথম ও শেষ…’, হাওড়ায় পুজো উদ্বোধনে মহারাজ – sourav ganguly inaugurates howrah durga puja at mandirtala


সাধারণত বড়িশা প্লেয়ার্স কর্ণারের পুজোয় দেখা যায় তাঁকে। কলকাতায় থাকলে পরিবারকে নিয়ে সেই পুজোতেই আনন্দে মেতে ওঠেন। এ বার হাওড়ার এক দুর্গাপুজোর উদ্বোধন করতে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।রবিবার তৃতীয়ার দিন হাওড়া জেলার শিবপুরের মন্দিরতলার দুর্গাপুজো উদ্বোধনে হাজির হয়েছিলেন মহারাজ। শততম বর্ষ উপলক্ষ্যে সৌরভের হাত দিয়েই পুজোর উদ্বোধন করালেন উদ্যোক্তারা। পুজো উদ্বোধন করে সৌরভ বলেন, ‘আমি দুর্গাপুজো উদ্বোধন করি না। এটা এই বছরের প্রথম ও শেষ দুর্গাপুজো উদ্বোধন।’

সাধারণ মানুষের কাছে দুর্গাপুজোর মাহাত্ম্য কতোটা, সেই কথা তুলে ধরেন সৌরভ। তিনি বলেন, ‘মা দুর্গার ক্ষমতা কতো তা এই পুজো না দেখলে কেউ বুঝবে না। আমার বাইরে অনেক বন্ধু আছেন, তাঁদের বলি, একবার দুর্গাপুজো দেখে যেতে। বাঙালির কাছে দুর্গাপুজো কত বড়ো, এটা কতো শ্রদ্ধার, না দেখলে বোঝা যায় না।’

Victoria Memorial Durga Puja 2024: দুর্গাপুজোয় প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন, অভিনব আয়োজন ভিক্টোরিয়াতে

তবে, পুজোর মাঝেও দুর্যোগের ভ্রুকুটি রয়েছে বিভিন্ন জেলায়। সবে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে উঠছে একাধিক জেলা। এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সৌরভের কথায়, ‘আশা করি, বৃষ্টি বন্ধ হবে। দুর্গাপুজোয় বৃষ্টি পড়লে কারোরই ভালো লাগে না। আশা রাখছি, দুর্যোগ কেটে যাবে। মানুষ তাঁদের সারা বছরের ক্লান্তি, অনিশ্চয়তা, দুঃখ, কষ্ট সেগুলিকে পেরিয়ে আনন্দে মেতে ওঠে।’

Durga Puja 2024: ৫৩ ফুটের মণ্ডপ ব্যানার্জি বাড়িতে
হাওড়া শিবপুরের মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব এই বছর শততম বর্ষে পা দিল। শতবর্ষে পুরনো জমিদার বাড়ির থিম তুলে ধরেছেন উদ্যোক্তারা। এ বারের প্রতিমা শিল্পী কালাচাঁদ রুদ্র পাল। সাবেকিয়ানায় সেজে উঠেছেন মা দুর্গা। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এবং হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *