আরজি কর-জয়নগরের পর এবার উত্তরে, নদীতে ভেসে এল কিশোরীর ‘অর্ধনগ্ন’ দেহ…| body of girl found in river in North Bengal


অরূপ বসাক: সোমবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানি নদীতে ভেসে এল একটি দেহ। এদিন সকালে স্থানীয় এক বাসিন্দা কিছু একটা ভাসতে দেখেন। এরপর কাছে গিয়ে দেখেন সেটি একটি কিশোরীর দেহ। এরপর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। এদিকে এই মুহূর্তে সুখানি নদীতে সেরকম জল নেই। তারপরও কিভাবে সেই দেহ ভেসে আসল বা কিভাবে সেই কিশোরীর মৃত্যু হল সেটা বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিস। এরপর দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়। তবে মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি। কিভাবে এই দেহটি ভেসে আসল তা যেমন তদন্তের পর জানা যাবে তেমনি কিভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন:Patashpur: বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা ও খুনের অভিযোগ! অভিযুক্তকে পিটিয়ে মারলেন গ্রামের মহিলারা!

প্রসঙ্গত, চলতি বছরের জুলাইতে খাল থেকে উদ্ধার করা হয় যুবতীর বস্তাবন্দি দেহ উদ্ধার। জানা যায়, যুবতীর আনুমানিক বয়স পঁচিশ-ত্রিশের আশপাশে। স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে তখন প্রায় দেড়টা। এদিন দুপুরে রিজেন্ট পার্ক থানার শান্তিনগর এলাকার খালে কুঁদঘাটের দিকে একটি সাদা রংয়ের প্লাস্টিকে বস্তা ভেসে আসতে দেখেন এলাকার লোকজন। বস্তার মুখটি সেলাই করা ছিল। এরপর যখন সেই সেলাইয়ের একাংশ খোলা হয়, তখন চুল বেরিয়ে আসে! খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও বিপর্যয় মোকাবিলা দলও। খাল থেকে উদ্ধার করা হয় বস্তাবন্দি দেহ!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *