ভাঙড়ের বধূর আপত্তিকর ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী – bhangar woman claims that one man take offensive pictures and blackmail her


বধূর গোপন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ১ নম্বর ব্লকের গানিরাইট এলাকায়। বধূর পরিবারের অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠিক কী অভিযোগ উঠেছে?

ওই বধূর অভিযোগ, রাতে নিজের ঘরে শুয়ে থাকার সময়ে কিছু আপত্তিকর ভিডিয়ো তোলে তাঁর প্রতিবেশী। এরপর সেই ভিডিয়োগুলিকে সামনে রেখে বধূকে ভয় দেখাতে শুরু করে যুবকটি। ওই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হতে থাকে ক্রমাগত। ব্ল্যাকমেল করে একাধিকবার প্রতিবেশী ওই যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ বধূর। শুধু তাই নয়, এই প্রসঙ্গে কারও কাছে মুখ খুললে খুন করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। আর সেই ভয়েই দীর্ঘদিন এই বিষয়ে কাউকে জানাননি বলে দাবি বধূ।

সম্প্রতি স্বামীকে সাহস করে এই ঘটনা প্রসঙ্গে জানান বধূ। ওই যুবককে বাধা দেন তিনি। অভিযোগ, বাধা পেয়ে বধূর স্বামীর গলায় ছুরির কোপ বসানোর হুমকি দেন প্রতিবেশী ওই যুবক। এরপরেই রবিবার ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেন বধূ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

জয়নগরে ছাত্রীকে ধর্ষণ করে খুনে নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার পুলিশ সুপারের

প্রসঙ্গত, গত শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। কোচিং থেকে পড়ে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। পরে শনিবার ভোর রাতে বাড়ি লাগোয়া একটি জলাধারে তার দেহ উদ্ধার হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *