Civic Volunteer,মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পার্ক স্ট্রিট থানার এসআই – park street si arrested based on civic volunteer complaint


মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হল পার্ক স্ট্রিট থানার এসআই-কে। সূত্রের খবর, বিভাগীয় তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই অভিযুক্ত এসআই-কে ‘ক্লোজ’ করা হয়েছিল।পার্ক স্ট্রিট থানার এসআই-এর বিরুদ্ধে সেই থানারই কর্তব্যরত এক মহিলা সিভিক ভলান্টিয়ার শ্লীলতাহানির অভিযোগ করেন। শুক্রবার গভীর রাতে পুজোর পোশাক দেওয়ার নাম করে রেস্ট রুমে ডেকে শ্লীলতাহানি করেন ওই সাব ইনস্পেক্টর, অভিযোগ সিভিকের। দিন দশ-বারো আগেও পার্ক স্ট্রিট থানার ভিতরে সাব ইনস্পেক্টর দুর্ব্যবহার করেন তাঁর সঙ্গে, প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে।

এই ঘটনা সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে যায়। বছর ২৪-এর ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের পরিবারের অভিযোগ, এই বিষয়টি ‘মিটিয়ে নেওয়ার’ জন্য চাপ দেওয়া হয়েছিল।

অভিযোগকারী সিভিক ভলান্টিয়ার লিখিতভাবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, কলকাতা পুলিশের কমিশনারের দপ্তরে গোটা বিষয়টি সম্পর্কে জানান। জানা গিয়েছে, বছর ২৪-এর ওই সিভিক ভলান্টিয়ার পার্ক স্ট্রিট থানায় কম্পিউটার সেকশনে কাজ করেন।

তাঁর দাবি, ঘটনার দিন রাত ৯টা নাগাদ তিনি কাজে যোগ দেন। রাত ১টা ১০ মিনিটে পুজোর পোশাক দেওয়ার অছিলায় তাঁকে ৩ তলার রেস্টরুমে ডাকা হয়েছিল। সালোয়ার কামিজ দেওয়ার সময় তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গত মাসেও ২৫ তারিখ ওই সিভিক ভলান্টিয়ার যখন কম্পিউটার রুমে বসে কাজ করছিলেন সেই সময় তাঁকে নেশাগ্রস্ত অবস্থায় নিগ্রহের চেষ্টা করেন ওই এসআই, অভিযোগ এমনটাই।

Kolkata Police: থানার মধ্যে সিভিকের শ্লীলতাহানি এসআই-এর

রবিবারই ওই এসআই-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এফআইআর রুজু হয়েছিল। তদন্তে নামে পুলিশ। থানায় কর্তব্যরতদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ। তারপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *