Rohit Sharma | Shan Masood: ‘রোহিতের মতো বাহাদুর হও’! পাক অধিনায়ক শান মাসুদকে পরামর্শ কোচের


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলত পাকিস্তানে এসেছে ইংল্য়ান্ড (England tour of Pakistan, 2024)। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়ে গিয়েছে শান মাসুদ বনাম ওলি পোপদের ডুয়েল। তবে সম্প্রতি অধিনায়ক শান ও টিম পাকিস্তান খুব কঠিন সময়ের মধ্য়ে দিয়েই যাচ্ছে। পাকিস্তানের  প্রাক্তন ক্রিকেটার ও কোচ বাসিত আলি (Basit Ali) এবার শানকে পরামর্শ দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মতো বাহাদুর হওয়ার জন্য়। বিগত কয়েক বছরে রোহিত অধিনায়ক হিসেবে নিজেকে নিয়ে গিয়েছেন অন্য় উচ্চতায়। তিনি হয়ে উঠেছেন ক্য়াপ্টেনসির রোলমডেল। অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা। রোহিতকেই দেখে এগিয়ে যাক শান। এমনটাই চাইছেন বসিত।

আরও পড়ুন: T20I ক্রিকেটে তাঁরা শেষের গল্পকার, ইতিহাসে শুধু এই ভারতীয়! নাম আপনার ধারণারও বাইরে

মুলতানে প্রথম টেস্টের দিন দুয়েক আগেই প্রথম একাদশ জানিয়েছিল ইংল্যান্ড। তা দেখে পাক অধিনায়ক শানেরও সেই কাজ করা উচিত ছিল বলে বাসিতের পরামর্শ। তিনি বলেন, ‘শান মাসুদ সাহেব, প্রতি আক্রমণ করা উচিত ছিল আপনার। খুব একটা দেরি হয়নি। রবিবার সকালে পিচ দেখার পরই দল ঘোষণা করে দিন। খুব বেশি আর কী হবে? আবার একটা ভুলই হবে। হোক না। বাংলাদেশের বিরুদ্ধে অনেক ভুলই হয়েছিল। যারা প্রতি আক্রমণ করে তারাই জেতে। শান আপনি যদি রোহিতের মতো অধিনায়কত্বে বাহাদুর হতে চান, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার টিমে যখন বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা যখন নেই, তখন আপনাকে নিজেদের প্লেয়ারদেরই বলতে হবে যে, তোমরাই আমার ম্য়াচ-উইনার। সহজ থিয়োরি এটা।’

কিছুদিন আগেই ঘরের মাঠে বাংলাদেশের কাছে ঘরের মাঠে পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। শান মাসুদদের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট নাজমুল হোসেন শান্তরা জিতে নিয়েছিল ১০ উইকেটে। বাংলাদেশ দ্বিতীয় টেস্টও জিতে নেয় ৬ উইকেটে। বাংলাদেশ এই প্রথম কোনও এশিয়ার দেশের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে গিয়ে হোয়াইটওয়াশ করার স্বাদ পেল। প্রথম টেস্ট জিতেই বাংলাদেশ ইতিহাস লিখেছিল। তারা প্রথমবার লাল বলের ক্রিকেটে  পড়শি দেশকে হারিয়েছিল।

আরও পড়ুন: অবিশ্বাস্য শটে মারকাটারি চার! হিমশীতল হার্দিকের আলাদাই SWAG, দেখে পাগল নেটপাড়া…

 

 

​(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *