Junior Doctors: আজ, বুধবার সন্ধেয় পৌনে ৮টায় টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে তাঁরা যোগ দেবেন বলেই জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিত্সকরা। তবে কতজন যাবেন, জিবি বৈঠক করে স্থির করা হবে।
Updated By: Oct 9, 2024, 07:43 PM IST