দেবীর বোধনের দিন ভয়াবহ দুর্ঘটনা! উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর জখম একাধিক…| road accident in Trimohini 5 seriously injured


শ্রীকান্ত ঠাকুর: ষষ্ঠীর সকালে ভয়াবহ দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাস। সাইকেল আরোহী বৃদ্ধকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে জখম ৫। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হিলি থানার ত্রিমোহিনী এলাকায়। আহতদের উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ।

বালুরঘাট থেকে হিলি উদ্দেশ্যে আসছিল মুক্তা নামে একটি যাত্রীবাহী বাস। সেসময় পথে ত্রিমোহিনীর সরকার বাদার্স গোডাউনের সামনে এক বৃদ্ধ সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় ৫১২ নম্বর জাতীয় সড়কের হাইড্রেনে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। ঘটনায় বাসের ভেতরে থাকা ৫জন যাত্রী গুরুতর জখম হয়। 

কিন্তু কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা ছুটে এসে বাস থেকে যাত্রীদের উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিস। ঘটনাস্থলে থেকে বাসটিকে উদ্ধার করে জাতীয় সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিস। তবে এখনও জখম বাসযাত্রীদের পরিচয় উদ্ধার হয়নি।

আরও পড়ুন:Murshidabad: মর্মান্তিক! প্রসবের পর প্রবল রক্তক্ষরণ, তারপর আবার সেলাই করতে গিয়ে…

উল্লেখ্য, পঞ্চমীর সন্ধ্যায় রাস্তায় পুলিস! গতি আরও বাড়ল বাইকের। সেই বাইকের ধাক্কায় গুরুতর জখম এক মহিলা। আহত হলেন বাইকের চালকও। দুর্ঘটনায় প্রাণ গেল বাইকে থাকা যুবকের। প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। পুলিসের সঙ্গে বচসা, লাঠিচার্জ। এদিন ধুন্ধুমার কাণ্ড দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।

স্থানীয় সূত্রের খবর, ভাঙড়ের বোদরা এলাকায় বাসন্তী হাইওয়ে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। পিছনের সিটে ছিল বছর ষোলোর এক নাবালক।  রাস্তায় তখন প্রচুর পুলিস। পুলিস দেখামাত্রই বাইক নিয়ে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করেন ওই যুবক। শেষে নিয়ন্ত্রণ হারান এবং পথচলতি এক মহিলাকে ধাক্কা মারে। ওই মহিলা তো বটেই, আহত হন বাইক চালক নিজেও।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *