Bardhaman Durga Puja: বর্ধমানে পুজোর থিম বৈষ্ণোদেবী মন্দির, ওঠায় নিষেধাজ্ঞা প্রশাসনের – bardhaman durga puja committee did not get permission to climb devotees at artificial vaishno devi temple


বর্ধমানে সর্বমিলন সংঘে পুজোর থিম করা হয়েছে বৈষ্ণো মন্দির। ২২ ফুট সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রতিমা দর্শন করতে হতো দর্শনার্থীদের। কিন্তু অপ্রীতিকর ঘটনা এড়াতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মণ্ডপে দর্শক প্রবেশ করতে পারলেও উপরে উঠতে অনুমতি দেওয়া হবে না । প্রশাসন ও পুলিশের সঙ্গে মিটিং করার পরই সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।বর্ধমানের শালবাগান এলাকার সর্বমিলন সংঘের মণ্ডপে উঁচু পাহাড়ের ন্যায় একটি ব্যবস্থা করা হয়। পাহাড়ের ফাঁক দিয়ে এঁকেবেঁকে উঠে গিয়েছে সিঁড়ি। জেলা প্রশাসনের দাবি, মাটি থেকে প্রায় ২২ ফুট উচ্চতায় এই সিঁড়ি নির্মাণ করার কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে । দর্শকদের চাপে সিঁড়ি ভেঙে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিঁড়ির উপরের অংশ থেকে কেউ পড়ে গেলেও বড় বিপদ ঘটে যেতে পারে। সেই কারণেই উঁচুতে উঠে গুহার ভেতর প্রতিমা দর্শনের ব্যবস্থায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

পুজো কমিটির এক সদস্য বলেন, ‘পুলিশ প্রশাসনের থেকে আমাদের ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি। যেহেতু সিঁড়ি দিয়ে উঠতে মানা করা হয়েছে। আমরা নীচেই মণ্ডপের পাশ থেকে ঠাকুর দেখার জন্য একটি রাস্তা করে দিয়েছি।’

Durga Puja 2024: মহাষষ্ঠীতে বোধন দিয়ে শুরু দুর্গাপুজো, জানুন এই প্রথার মাহাত্ম্য
জেলা প্রশাসনের তরফে সর্বমিলন সংঘ পুজো কমিটি এবং দুর্গাপুজো সমন্বয়ের সমিতিকে নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে পুলিশের কর্তারা ও PWD -র আধিকারিকরাও ছিলেন। সেখানেই সিদ্ধান্ত গৃহীত হয়, এই পুজোয় দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে, পুজো কমিটির তরফে দর্শকদের মণ্ডপের পাশ দিয়ে প্রতিমা দর্শনের ব্যবস্থা করে দিতে হবে। দর্শকদের নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। দুর্গাপুজো সমন্বয়ের সমিতির সম্পাদক সুকান্ত দাস বলেন, ‘আমাদের সঙ্গে জেলা প্রশাসনের দফায় দফায় বৈঠক হয়। পুজো কমিটি সর্বসম্মতিক্রমে রাজি হয়েছে দর্শকদের সিঁড়ি দিয়ে উঠতে না দিয়ে নীচেই পাশ দিয়ে একটি রাস্তা করে দেওয়ার ব্যাপারে।’ থিম অনুযায়ী ব্যবস্থাপনা না হলেও বর্ধমানে সর্বমিলন সংঘের পুজো দেখতে দর্শনার্থীরা গতবারের মতোই ভিড় করবেন বলে আশায় উদ্যোক্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *