Murshidabad Medical College: মুর্শিদাবাদ মেডিক্যালে ডাক্তারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ – murshidabad medical college a doctor accused of harassment


এই সময়, বহরমপুর: আরজি কর নিয়ে গোটা রাজ্য তোলপাড়। এমন সময়ে চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এক ছাত্রী। কলেজের অধ্যক্ষ ও সহ-অধ্যক্ষকে লিখিত অভিযোগপত্র পাঠিয়েছেন অভিযোগকারিণী। বিশাখা কমিটির কাছেও পাঠানো হয়েছে ওই চিঠি।

চতুর্থ বর্ষের পড়ুয়াটি জানান, গত ৩০ সেপ্টেম্বর কলেজের আউটডোরে অর্থোপেডিক বিভাগে চিকিৎসক ওয়াসিম বারিকে দেখাতে গিয়েছিলেন। অভিযোগ, সেই ঘরেই তিনি শ্লীলতাহানির শিকার হন। অভিযোগপত্রে ছাত্রী জানিয়েছেন — ঘটনার দিন বেশ ক’বার ওই চিকিৎসককে ফোনে যোগাযোগ করেন তিনি। তাঁকে আউটডোরে গিয়ে দেখাতে বলা হয়। সেখানে গেলে দেখা যায়, একজন মহিলা অ্যাটেনড্যান্ট উপস্থিত।

কিন্তু ছাত্রীর দাবি, তিনি ঢোকার পর ঘর থেকে বেরিয়ে যান ওই মহিলা। এর পরেই তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সে দিনের সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছেন তাঁরা।

স্ত্রীর শ্বাসরোধ করে মেয়ের পাশে শুইয়ে উধাও স্বামী
অভিযুক্ত চিকিৎসক ওয়াসিম বারি বলেন, ‘ওই ছাত্রী আমার কাছে গত এক বছর ধরে দেখাচ্ছেন। সে দিন তিনি ক’বার ফোনও করেছিলেন আমাকে। তারপর আউটডোরে আসেন। এখন শুনছি, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। যে কোনও তদন্তের সম্মুখীন হতে রাজি আমি।’

এ ব্যাপারে মেডিক্যাল কলেজের এমএসভিপি অনাদি রায়চৌধুরী বলেন, ‘আমরা অভিযোগের কপি পেয়েছি। তদন্ত করে দেখছি। এখনই এ নিয়ে বিস্তারিত কিছু বলা যাবে না।’ অধ্যক্ষ-চিকিৎসক অমিত দাঁ বলেন, ‘বিশাখা কমিটিকে অভিযোগের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিযোগকারিণীকে দ্রুত দেখা করতে বলেছে কমিটি। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *