Nsqf Project Teacher,বেতন-বোনাস হয়নি কিছুই, দাবিপত্র জমা শিক্ষক-শিক্ষিকাদের – nsqf project teachers have alleged that they have not been paid since june


এই সময়: ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (এনএসকিউএফ) প্রকল্পের শিক্ষকরা জুন মাস থেকে বেতন পাচ্ছেন না। এমনকি তাঁদের পুজার বোনাসও হয়নি। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সমস্যার সমাধানে কারিগরি শিক্ষামন্ত্রী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকদের কাছে দাবিপত্র পাঠানো হয়েছে।অবিলম্বে বকেয়া বেতন ও পুজোর বোনাস মিটিয়ে দেওয়ার আর্জি জানিয়ে। বর্তমানে রাজ্যের ১,৬১১টি সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন বৃত্তিমূলক বিষয়ে (যেমন- ইনফরমেশন টেকনোলজি, কনস্ট্রাকশন, হেল্থ কেয়ার, প্লাম্বিং ইত্যাদি) পাঠদানে ৩,২২২ জন শিক্ষক কর্মরত আছেন। স্থায়ী বিষয়ে ১১ বছর ধরে তাঁদের অস্থায়ীভাবে নিযুক্ত রাখা হয়েছে।

পুজোর মুখে সুখবর, ভাতা বাড়ছে বাংলা সহায়তা কেন্দ্রের এই কর্মীদের

ন্যূনতম সুযোগ-সুবিধা পর্যন্ত দেওয়া হয় না। প্রায়শই অনিয়মিত বেতন মেলে। স্থায়ী বিষয়গুলিতে বিভিন্ন বেসরকারি সংস্থা দিয়ে নিয়োগ করা হয়। ভুক্তভোগী শিক্ষক শুভদীপ ভৌমিক বলেন, ‘এই বেতন সমস্যা বছরের অধিকাংশ সময়েই চলতে থাকে। কিন্তু পুজোর আগে বেতন না দেওয়া এটা অমানবিক। ১১ বছরের বঞ্চনার অবসান চাই।’

যদিও এ ব্যাপারে জানতে ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ডিরেক্টর অরূপকুমার মাজির ফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *