Calcutta High Court News,অষ্টমীর দুপুরে হাইকোর্টে বসছে বিশেষ বেঞ্চ, ৯ অভিযুক্তের কী হবে? – 9 arrested for sloganing in pandal calcutta high court to hear the case


দক্ষিণ কলকাতার একটি পুজোমণ্ডপে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে গ্রেপ্তার ৯। আলিপুর আদালত ধৃতদের ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এ বার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা। শুক্রবার দুপুর ২টোর সময় কলকাতা হাইকোর্টে বসছে বিশেষ বেঞ্চ। মামলাটির শুনানি হতে চলেছে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে।

গত বুধবার (৯ অক্টোবর) দক্ষিণ কলকাতার একটি অন্যতম বড় পুজো মণ্ডপে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর ব্যানার নিয়ে তাঁরা মণ্ডপে ঢোকেন এবং স্লোগানিং শুরু করেন বলে অভিযোগ। মণ্ডপে লিফলেটও বিলি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বেআইনি ভাবে জমায়েত-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আপাতত পুলিশি হেফাজতে থাকা ওই ৯ অভিযুক্তকে নিয়ে এ বার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। আদালত কি নির্দেশ দেয়, সেই দিকেই এখন সব নজর। এ দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ধৃতদের মধ্যে ৫ জন জেইউ-এর ছাত্র। জুটার তরফে তাঁদের গ্রেপ্তারির প্রতিবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার, ১০ অক্টোবর ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হলে রাজ্যের তরফে জানানো হয়েছিল, পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে হস্তক্ষেপ করেনি। এক ব্যক্তি থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।

উল্লেখ্য, এই ৯ জনের গ্রেপ্তারি নিয়ে সরব জুনিয়র ডক্টর্স ফ্রন্টও। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে দেবাশিস হালদার বলেন, ‘যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের আমরা সহযোদ্ধা বলব। ২৯ জনকে পুলিশ আটক করল। ৯ জনকে গ্রেপ্তার করল। সামান্য স্লোগান তোলার জন্য সাধারণ মানুষকে জেলে পাঠানো হচ্ছে। এটা কি উচিত?’

এই ৯ জনের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার, ১১ অক্টোবর ধর্মতলা মোড়ে ‘মহা সমাবেশ’-এর ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

(তথ্য সহায়তায় অমিত চক্রবর্তী, শ্যামগোপাল রায়, স্নেহাশিস নিয়োগী)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *