Dr Aniket Mahato Rg Kar,মূত্রে কিটোনের উপস্থিতি চিন্তা বাড়াচ্ছে, তবে আগের থেকে ভালো আছেন অনিকেত – aniket mahato health update details for today


আরজি করে চিকিৎসাধীন রয়েছেন অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়া জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। শুক্রবার বিকেলে হাসপাতালের তরফে জানানো হয়েছে, অনিকেত এখনও পুরোপুরি সংকটমুক্ত নন। তবে আগের থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের থেকে।শুক্রবার দুপুরে অনিকেতের স্বাস্থ্য প্রসঙ্গে আরজি কর হাসপাতালের সিসিইউ ইন-চার্জ, ও অ্যানাসথেসিয়া বিভাগের প্রধান ডাক্তার সোমা মুখোপাধ্যায় বলেন, ‘ওঁকে এখনও সিসিইউ-তে রাখা হয়েছে। ফ্লুইড দেওয়াও শুরু হয়েছে। ব্লাড প্রেসার এবং পালস রেটও স্থিতিশীল। তবে মূত্রে কিটোনের উপস্থিতি পাওয়া গিয়েছে, যা চিন্তার।’

হাসপাতালে নিয়ে আসার পর অনিকেতের মূত্র পরীক্ষা করে কিটোন পাওয়া গিয়েছিল চার প্লাস। তা কিছুটা কমে বর্তমানে তিন প্লাস হয়েছে। তাঁর সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে বলেই জানাচ্ছেন এই চিকিৎসক। সোমা মুখোপাধ্যায় বলেন, ‘ওকে খুব বেশি খাবার জল দিলে সুগার বেড়ে যাচ্ছে। তাই ব্যালেন্স করে দিতে হচ্ছে। ওর জ্বর নেই। পালস এবং রক্তচাপ স্থিতিশীল।’

হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কথা জড়িয়ে যাচ্ছিল অনিকেতের। তবে এখন তিনি কথা বলতে পারছেন বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তবে তিনি পুরোপুরি সংকটমুক্ত, একথা বলতে নারাজ চিকিৎসকরা। তাঁদের কথায়, ‘অনিকেত মাহাতোর সুস্থ হতে সময় লাগবে।’

অনিকেত ‘সংকটজনক’, চিকিৎসায় আরজি করে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড

উল্লেখ্য, আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচার-সহ ১০ দফা দাবিতে গত রবিবার থেকে ধর্মতলায় অনশনে বসেছিলেন আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। বৃহস্পতিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *