Bankura Medical College And Hospital,বাঁকুড়া মেডিক্যালে ছাত্রীদের হস্টেলে অজ্ঞাতপরিচয় যুবক ঢুকে পড়ায় চাঞ্চল্য – bankura medical college hospital a young boy arrested for trespassing in ladies hostel


আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলছে। হাসপাতালগুলিতে সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে অনশন চলছে জুনিয়র ডাক্তারদের। এর মাঝেই ফের চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়া মেডিক্যাল কলেজে। অজ্ঞাতপরিচয় এক যুবক ঢুকে পড়ল মহিলাদের হস্টেলে। যুবককে আটক করেছে পুলিশ।জানা গিয়েছে, শুক্রবার রাতে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে হস্টেলে ঢুকে পড়ে এক যুবক। মেইন গেট দিয়ে সটান যুবক হাজির হয় হস্টেলের ওল্ড বিল্ডিং-এর দোতলায়। আবাসিকদের নজর এড়াতে দোতলার একটি শৌচালয়ে লুকিয়ে পড়ে সেই যুবক। এক আবাসিক চিকিৎসক ছাত্রী শৌচালয়ে গেলে ওই যুবককে শৌচালয়ের ভিতরে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপরেই আতঙ্কে চিৎকার করতে শুরু করে দেন ওই ছাত্রী।

ওই পড়ুয়ার চিৎকার শুনে অন্যান্য আবাসিকরা শৌচালয়ের সামনে ছুটে আসেন। এরপরই ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই যুবক শৌচালয়ের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ হস্টেলের ওই শৌচালয় থেকে অভিযুক্তকে আটক করে। যুবকের নাম-পরিচয় জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেনই বা ওই যুবক হস্টেলে ঢুকে পড়েছিল, সে ব্যাপারেও তদন্ত করা হচ্ছে।

হাসপাতালগুলিতে সুরক্ষার দাবি নিয়ে আন্দোলন চলার মাঝেই বাঁকুড়া মেডিক্যালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হস্টেলে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর দাবি, দীর্ঘক্ষণ ডিউটি করার মাঝে তিনি অল্প সময়ের জন্য শৌচালয়ে গিয়েছিলেন। তার ফাঁকেই ওই যুবক হস্টেলে ঢুকে পড়েছিল।

Junior Doctors Strike: আরও ২ চিকিৎসকের যোগদান, অষ্টম দিনে পড়ল ডাক্তারদের অনশন
বাঁকুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু লেডিজ হস্টেলে নিরাপত্তার ফাঁকফোকরের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর দাবি, প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তারক্ষী নিয়োগ না হওয়াতেই সমস্যা হচ্ছে। তবে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। কলেজের অধ্যক্ষ বলেন, ‘লেডিস হস্টেলের সিকিউরিটি বাড়ানো হচ্ছে। পাঁচিলের কাঁটাতার আরও ঘন করা হবে।’ যদিও, বারবার নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেওয়া সত্বেও নিরাপত্তার এই গাফিলাতিতে অধ্যক্ষকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন আবাসিক পড়ুয়ারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *