Junior Doctors Hunger Strike,অনশন মঞ্চে অসুস্থ ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে – junior doctor shifted to hospital from hunger strike mancha at dharmatala


অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়। তাঁকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১১টা নাগাদ গ্রিন করিডোর করে অনুষ্টুপকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা চলছে তাঁর।শনিবার সন্ধ্যে থেকেই পেটে যন্ত্রনা অনুভব করেন তিনি। অনশন মঞ্চে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। তাঁকে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। কিন্তু তাঁর পেটে যন্ত্রণা কমেনি। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, শনিবার সকালে অনশনরত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডাক্তার অলোক কুমার ভার্মাকেও অসুস্থতার কারণে সিসিইউতে ভর্তি করা হয়েছে।


গত শনিবার থেকে ১০ দফা দাবি পূরণের জন্য ৬ জন চিকিৎসক অনশন কর্মসূচি শুরু করেন। পরে ডাক্তার অনিকেত মাহাতো অনশনে যোগ দেন। শুক্রবার আরও দুই চিকিৎসক আলোলিকা ঘোড়ুই ও পরিচয় পাণ্ডা অনশনে যোগ দেন। এর মধ্যে অনিকেত মাহাতো বর্তমানে আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Junior Doctors Strike: আরও ২ চিকিৎসকের যোগদান, অষ্টম দিনে পড়ল ডাক্তারদের অনশন
এর মাঝেই শনিবার রাতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর তরফে আগামী মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ নামক একটি প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ওই দিনই রাজ্য সরকারের তরফে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে, রানি রাসমণি রোডে এই কর্মসূচি পালন করবেন জুনিয়র ডাক্তাররা। যদিও, প্রশাসনের তরফে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *