Rupam Islam Exclusive: কোন গানের জন্য লিরিসিস্টের সামনে অসহায় আত্মসমর্পন করতে হল রূপমকে? – rupam islam exclusive interview talking about his latest album song nouka bilashi and durga puja plans watch video


পুজোর সময় গানের নস্ট্যালজিয়াকেই জিইয়ে রেখে এ বার পুজোয় অংশ হয়ে উঠেছে রূপম ইসলামের গাওয়া গান ‘নৌকা বিলাসী’। গানের কথা লিখেছেন সোহম মজুমদার এবং কম্পোজ় করেছেন শিলাদিত্য চৌধুরী ও সোম চক্রবর্তী। মিউজ়িক ভিডিয়োর পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্য়ায়। গানের আনুষ্ঠানিক মুক্তির দিন এই সময় অনলাইনের মুখোমুখি হলেন রূপম। আইফোনে গানের ভিডিয়ো শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, ‘অনেক নতুন পরিচালক আইফোনে শুটিং করার দিশা পাবেন হয়তো’। এছাড়া পুজোয় অনেক বছর পর গান বেরোনো নিয়ে রূপম ইসলাম মন্তব্য করেন, ‘পুজোতে ছবির গান ও অন্যান্য গান রিলিজ়কে ভিন্ন চোখে দেখি না’। দুর্গাপুজো কেমন কাটান প্রতি বছর আর কী কী প্ল্যান থাকে? সবটা জানালেন গায়ক। তথ্য সহায়তা: স্নেহা সেনগুপ্ত। বিস্তারিত রইলো এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *