‘যতই নাড়ো কলকাঠি নবান্নে ফের হাওয়াই চটি’, আত্মবিশ্বাসী শওকত…| Saokat molla is very confident about to mamata banerjee’s win again in 2026


প্রসেনজিত্‍ সর্দার: যতই নাড়ো কল কাঠি আবারও ২০২৬ শে নবান্নে হাওয়াই চটি, এটা তাহার আত্মবিশ্বাস বললেন বিধায়ক শওকত মোল্লা।

‘আরজিকরের ঘটনায় হাওয়াই চটি নিয়ে যতই স্লোগান উঠুক না কেন, রাম-বামের আরজিকরের ঘটনা নিয়ে যে রাজনীতি হচ্ছে, সেটা অন্তত সাধারণ মানুষ উপলব্ধি করতে পেরেছে। কেননা গরিব মানুষদের যেভাবে বিপাকে পরতে হচ্ছে, হাসপাতালেগুলিতে সেভাবে ট্রিটমেন্ট নেই। কয়েক হাজার ওটি বন্ধ, বিভিন্ন ল্যাব গুলিতে সেভাবে কাজ হচ্ছে না। এমনকি ২৯ জন মারা গিয়েছে, তাদের পরিবারদের দু’লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাছাড়া সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নজরদারি চলছে সিবিআই তদন্ত করছে। তারপরেও এটা নিয়ে রাজনীতি চলছে। এরা অভয়ার বিচার চাইছে না এরা নিজেদের রাজনৈতিক স্বার্থে চরিতার্থ করার জন্য নোংরামো করছে। তাই যতই নাড়ো কলকাঠি আবারও ২০২৬-এ নবান্নে হাওয়াই চটি।’ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। 

আরও পড়ুন:Kurseong: কার্সিয়াংয়ে ভয়াবহ আগুন! পুড়ে ছাই হয়ে গেল ঘরবাড়ি…

‘CBI কয়েকশো কেসের সমাধান করতে পারিনি। তারপরও CBI উপর ভরসা আছে শাসকদলের। তাছাড়া অভয়ার মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কলকাতা পুলিস একজনকে গ্রেফতার করে দেখিয়েছে। এখনও সিবিআই তরফ থেকে দ্বিতীয় কাউকে খুনের ঘটনায় গ্রেফতার করতে পারেনি। তাহলে সিবিআই এর উচিত কোর্টকে বলে দেওয়া এই ঘটনায় একজনই ঘটিয়েছে। তাহলে সমস্যা সমাধান হবে । কিন্তু কারোর পক্ষে প্রভাবিত না হয়ে যদি নিরপেক্ষ তদন্ত তারা চায়। কেননা মুখ্যমন্ত্রী পথে নেমে এই ঘটনায় ফাঁসি চাইছে সুরটা যখন তাহলে সবার এক। তাহলে কেন এত রাজনীতি। তারপরেও ২০২৬-এ নবান্নে আবারও হাওয়াই চটি দেখা যাবে’, বললেন বিধায়ক শওকত মোল্লা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *