Junior Doctors Protest,‘কথা হয়নি’, রাজভবনে স্মারকলিপি দিয়ে বেরিয়ে আসতে হলো জুনিয়র ডাক্তারদের – junior doctors express dissatisfaction after meeting with governor at raj bhavan


সোমবার রাজ্যপালের সঙ্গে তাঁদের দেখা হয়েছে, তবে নির্দিষ্ট করে কিছু আলোচনা হয়নি বলে জানালেন জুনিয়র ডাক্তাররা। রাজভবন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা জানালেন, রাজ্যপালের হাতে তাঁদের স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। রাজভবনের আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যপাল সাধ্যমতো বিষয়টি নিয়ে পদক্ষেপ করবেন।সোমবার দুপুর ৩ টে বেজে ৪৫ মিনিটে রাজভবনে পৌঁছন জুনিয়র ডাক্তাররা। বিকেল ৫ টা বেজে ৩০ মিনিটে রাজ্যপালের সঙ্গে দেখা করার সুযোগ পান জুনিয়ার ডাক্তাররা। সন্ধ্যা ৬ টা বেজে ৪৫ মিনিটে রাজভবন থেকে বেরিয়ে আসেন তাঁরা।

জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার বলেন, ‘আমার ১২ জন প্রতিনিধি এসেছিলাম। আমাদের জানানো হয়, রাজ্যপাল বিশ্রাম নিচ্ছেন। এরপর ৫ জন গিয়ে দেখা করি। আমরা ডেপুটেশন জমা দিয়েছি। তবে, রাজ্যপালের সঙ্গে সেরকম কথাবার্তা কিছু হয়নি।’

জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা অনশন তুলে নেওয়ার ব্যাপারেও রাজ্যপালের সঙ্গে তাঁদের কোনও কথা হয়নি বলে জানান চিকিৎসকরা। জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ বলেন, ‘উনি কর্মচারী মারফত আমাদের জানিয়েছেন বিষয়গুলো দেখবেন। ওঁর (রাজ্যপাল) সঙ্গে কোনও বাক্যালাপ হয়নি।’

Junior Doctor Strike: হাসপাতালে ভর্তি অনশনরত চিকিৎসক পুলস্ত্য, রাজভবন অভিযানের ডাক ডাক্তারদের
অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযানের মাঝেই সিনিয়র চিকিৎসক ও চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব। সেই বৈঠক ‘নিষ্ফলা’ বলে দাবি করেন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। মুখ্যসচিব জানান, জুনিয়র ডাক্তারদের ৭টি দাবি মেনে নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ‘১০টা দাবির মধ্যে ৭ টা দাবি মানা হয়েছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ৯০% কাজ যে হয়ে গিয়েছে, এটা মিথ্যা কথা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *