Junior Doctors Strike: উত্তরবঙ্গের সৌভিককেও নিয়ে যাওয়া হলো হাসপাতালে, সোমবার অনশনে বসলেন সন্দীপ – north bengal medical college doctor hospitalised for illness at hunger strike


উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের তরফে দু’জন চিকিৎসক অনশন শুরু করেছিলেন। অনশনরত চিকিৎসক অলোক কুমার ভার্মাকে অসুস্থতার কারণে আগেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সোমবার দুপুরে আরেক চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায়কেও হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সোমবার সকাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যালের ইএনটি বিভাগের জুনিয়র চিকিৎসক সন্দীপ মণ্ডল অনশনে যোগ দিয়েছেন।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, সোমবার সকাল থেকেই অনশনরত চিকিৎসক সৌভিকের রক্তচাপ ওঠানামা করছিল। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করেছেন। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অলোক বর্তমানে কিছুটা স্থিতিশীল আছেন বলেই জানা গিয়েছে। সোমবার সকালেও তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

গত ৫ অক্টোবর থেকে কলকাতায় ছয়জন চিকিৎসক অনশন কর্মসূচি শুরু করেন। মোট ১০ দফা দাবি নিয়ে অনশন শুরু করেন তাঁরা। তাঁদের সমর্থনে ৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গ মেডিক্যালের দুই চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায় ও অলোক কুমার ভার্মা অনশনে যোগ দেন।

অনশনে অসুস্থ আরও ১, হাসপাতালে ভর্তি হতে নারাজ জুনিয়র ডাক্তার তনয়া
এদিকে, ফেডারেশন অব মেডিক্যাল অ্যাসোসিয়েশন(ফেমা)-এর তরফে সরকারি, বেসরকারি হাসপাতালে সোমবার ৪৮ ঘণ্টার বহির্বিভাগে কর্মবিরতির ডাক দেওয়া হয়। যদিও এ দিন উত্তরবঙ্গ মেডিক্যালে বহির্বিভাগের পরিষেবা আংশিকভাবে খোলা ছিল। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, যে চিকিৎসকরা চাইছেন তাঁরা কর্মবিরতি করছেন। জুনিয়র ডক্টরস ফ্রন্ট এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি বলে পূর্ণ কর্মবিরতি হচ্ছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *