কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
মঙ্গলবার শহরে দু’এক পশলা বৃষ্টিপাত হতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি বাড়তে পারে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। পরিষ্কার থাকবে আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কার্নিভালের দিন মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলাগুলি শুষ্ক থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়ার পরিবর্তন। শুষ্ক আবহাওয়া থাকবে। ধীরে ধীরে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আবহাওয়া শুষ্ক হবে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ।
বিদায় মিয়েছে বর্ষা
রবিবার আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা থেকেই রবিবার দুপুরে বর্ষা বিদায় নিয়েছে। আগামী ২ দিনে গোটা দেশ থেকেই বিদায় নেবে বর্ষা।