Rg Kar Case,আরজি কর কাণ্ডে CBI তদন্তে অসন্তুষ্ট, রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা – junior doctor rally to raj bhaban questioning cbi chargesheet on rg kar case


আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন কাণ্ডে এবার রাজভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। সিবিআই তদন্তে অনাস্থা জানিয়ে সোমবার রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এ দিনই রাজভবনে একটি ডেপুটেশনও জমা দেবেন তাঁরা। ধর্মতলার অনশন মঞ্চ থেকে ডোরিনা ক্রসিং, বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে রাজভবনে যাবে এই মিছিল। পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও জমতে শুরু করেছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, সিবিআই তদন্ত নিয়ে তাঁদের নানা প্রশ্ন রয়েছে। ঠিকমতো তদন্তের দাবিতেই এবার রাজভবনের দ্বারস্থ হচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই কর্মসূচি ঘিরে বাড়তি পুলিশ মোতায়েন করেছে লালবাজার।আরজি কর কাণ্ডে সিবিআই চার্জশিট নিয়ে অনাস্থা প্রকাশ করে এই মিছিল করা হচ্ছে। এই মিছিলের একেবারে সামনে রয়েছে একটি ফেস্টুন, সেখানে লেখা ‘বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ’। দুপুর আড়াইটা নাগাদ শুরু হয়ে গিয়েছে মিছিল। স্লোগান তুলে রাজভবনের দিকে এগোচ্ছে জুনিয়র ডাক্তারদের মিছিল।

এ দিনের মিছিলে যোগ দিয়েছেন একাধিক তারকা ও বিদ্বজন। মিছিলে রয়েছেন দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল। ডাক্তারদের মিছিলে দেখা গিয়েছে হুইলচেয়ারে বসা এক প্রবীণ মহিলাকেও।

জুনিয়র ডাক্তারের রাজভবন অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে করা পোস্টে তিনি লিখেছেন, ‘জুনিয়র ডাক্তাররা নতুন নাটক করে যে রাজভবনে যাচ্ছেন, সেই রাজ্যপালের বিরুদ্ধে যে একাধিক নারী নির্যাতনের অভিযোগ আছে, তার ন্যায়বিচারের কী হবে? সব জেনেও যাঁরা ছবি তোলার রাজনীতি করছেন, তাঁদের আসল উদ্দেশ্য অস্থিরতা চালানো। কদিন আগে We want CBI, আর আজ তার উপরেও আস্থা নেই, এটা কী ভাবে চলতে পারে?’

আরজি কর কাণ্ডে CBI চার্জশিট নিয়ে প্রশ্ন তুলে এ বার সিজিও কমপ্লেক্স অভিযানে নাগরিক সমাজ
আন্দোলনকারীদের তরফে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘যদিও এটা সিবিআইয়ের প্রাথমিক চার্জশিট। তবুও এর প্রতি আমাদের ভরসা নেই। আমরা আজ যাব, দেখা করতে চাইব। যদি দেখা না করতে পারি তাহলে ডেপুটেশন জমা দেব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *