RG Kar Protest: চিকিৎসকদের রাজভবন অভিযান নিয়ে কুণালের তীব্র কটাক্ষে, পাল্টা জবাব দেবাশিসের – rg kar protester junior doctor debasish halder criticises kunal ghosh for his comment on rajbhawan abhijan watch video


আরজি কর কাণ্ডে সিবিআইয়ের চার্জশিট নিয়ে অসন্তুষ্ট জুনিয়র চিকিৎসকরা। এই কারণ সহ আরও বেশ কিছু দাবিতে রাজভবন অভিযান করলেন জুনিয়র চিকিৎসকরা। তাদের এই অভিযান নিয়ে এবারে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। জুনিয়র ডাক্তারদের নতুন নাটক বলে কটাক্ষ করে সমাজ মাধ্যমে পোস্ট করেন তৃণমূল নেতা। সেই নিয়ে প্রশ্ন উঠতেই সপাট জবাব দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার। তিনি মন্তব্য করেন, ‘কে কুনাল ঘোষ?’ পাশাপাশি এই প্রসঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ‘চার্জশিটে একজনকেই অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ওই একই মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম নেই। তাই আমাদের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে।’ বিস্তারিত রইলো এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *