Salman Khan Security: নিরাপত্তার বলয়ে গ্যালাক্সি, বাবা সিদ্দিকির মৃত্যুতে ঘুম উড়েছে সলমানের? – salman khan bandra house security increased after baba siddique was shot watch the video


১২ অক্টোবর, শনিবার রাতে মুম্বইয়ের বান্দ্রায় ছেলের অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি। ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও এই ভাবে খুন হওয়ায় উঠছে প্রশ্ন। খুনের পরেই বাড়ানো হয়েছে সলমান খানের নিরাপত্তা। রবিবারই খুনের ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকার কথা নিশ্চিত করেছে মুম্বই পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তিন জন। বাবা সিদ্দিকির মৃত্যুর পরেই বাড়ানো হয়েছে সলমান খানের নিরাপত্তা। সলমান খানের গ্যালাক্সিতে আরও আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা। দীর্ঘদিন ধরেই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন ভাইজান। কখনও হুমকি চিঠি তো কখনও আবার বাড়ি লক্ষ্য করে চলেছে গুলি। তবে ‘ভাইজান’-এর সঙ্গে গাঢ় বন্ধুত্বের দামই কি দিতে হল বাবা সিদ্দিকিকে? উঠছে প্রশ্ন। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *