Siliguri News,সম্পর্ক থেকে বেরোতে অস্বীকার, খুন সেনাকর্মী – a army body recovered from siliguri bhakti nagar police station area ​​


এই সময়, শিলিগুড়ি: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে প্রাণটাই খোয়াতে হলো এক সেনা কর্মীকে। গত মঙ্গলবার (৮ অক্টোবর) শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার ইস্টার্ন বাইপাস এলাকার ছোটা ফাঁপড়ি থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা পুলিশকে জানান, ওই দিনই ভোরবেলায় তাঁরা একটি স্কুটিতে চেপে এসে কয়েক জন যুবককে মৃতদেহটি ঝোপের মধ্যে ফেলতে দেখেছিলেন। সূত্রের ভিত্তিতে তদন্তে নেমে ওই ব্যক্তির পরিচয় জানতে পারে পুলিশ।জানা যায়, নিহত সেনা কর্মীর নাম সুজিত কুমার (৪২)। বাড়ি বিহারের সীতামারিতে। তিনি বেঙডুবি সেনা ছাউনিতে কর্মরত ছিলেন। সেখানে গোলমাল করার অভিযোগে সুকনায় বদলি করা হয় তাঁকে। ওই দিনই সকালে শিলিগুড়ির হায়দরপাড়া এলাকায় গিয়েছিলেন তিনি। সেখানে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিবাদ হয়।

পুলিশ তদন্তে নেমে স্কুটির নম্বর ও নিহতের মোবাইল থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে পরের দিন বিশাখা অধিকারী নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করলে জানা যায়, নিহত সেনাকর্মীর সঙ্গে বিশাখা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন। তিনি ওই সম্পর্ক থেকে বার হয়ে আসার জন্য সুজিত রাই, বিপুল ঠাকুর এবং শচীন রাই এবং মোনালিসা শর্মার সাহায্য নেন।

Kharagpur Incident: চাকরি পাকা করতে প্রেমিককে সঙ্গে নিয়ে নাবালক ভাইকে খুন তরুণীর

গত ৭ অক্টোবর রাতে সঞ্জীব কুমারকে অভিযুক্তরা খুন করে। তার পরে স্কুটিতে তুলে মৃতদেহটি শিলিগুড়িতে ইস্টার্ন বাইপাস এলাকা নিয়ে গিয়ে ঝোপের মধ্যে ফেলে দেয়। বিশাখার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ রবিবার রাতে নকশালবাড়ি এলাকা থেকে চার জনকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত সেনাকর্মী এর আগে স্ত্রীকে খুনের দায়ে জেল খেটেছেন বলে অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *