Durga Puja 2024: কার্নিভালে ঝলমলে উত্তরের ৩ পুরসভা – durga puja carnival was held in barasat bongaon and basirhat on monday


এই সময় বারাসত, বনগাঁ ও বসিরহাট: সোমবার বারাসত, বনগাঁ ও বসিরহাটে অনুষ্ঠিত হলো দুর্গাপুজোর কার্নিভাল। বারাসত এবং বনগাঁ মহকুমার প্রশাসন এবং পুলিশের সঙ্গে পুজো কার্নিভালের অনুষ্ঠানে সহায়তা করেছে দুই পুরসভা। পুলিশ এবং প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার বিকেলে জেলার সেরা প্রতিমাগুলো নিয়ে বর্ণাঢ্য কার্নিভাল হয় দুই শহরে। বারাসত পুলিশ জেলায় ১৪টি পুজো কমিটি কার্নিভালে অংশ নিয়েছে।বনগাঁ পুলিশ জেলায় ১০টি পুজো অংশগ্রহণ করেছে। বসিরহাটের ১২টি পুজো কার্নিভালে অংশ নেয়। বারাসত পুলিশ জেলার ১৪টি সেরা প্রতিমা নিয়ে এ দিন বারাসতের চাঁপাডালি মোড়ে কার্নিভালের আয়োজন করা হয়। হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, জেলাশাসক শরদকুমার দ্বিবেদি, পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। বারাসাত-টাকি রোড়ের ধারে শতদল ক্লাবের মাঠ থেকে কার্নিভাল যাত্রা শুরু হয়।

মূল মঞ্চে প্রতিমা প্রদর্শনের পাশাপাশি পুজো কমিটির পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক এবং সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশন করা হয়। নিউ ব্যারাকপুর সম্মেলনি ক্লাব, বিড়া বল্লভপাড়া বারোয়ারি, শেঠপুকুর সর্বজনীন, হাবরার হিজলপুকুর-সহ অন্য পুজো কমিটির প্রতিমা নিয়ে ছিলেন। প্রতিমাগুলি যশোহর রোড ধরে শেঠপুকুর হয়ে এগিয়ে যায়। কার্নিভাল দেখতে যশোহর রোড এবং টাকি রোডের ধারে হাজার হাজার মানুষ ভিড় করেন।

বহু মানুষ বাড়ি বা ফ্ল্যাটের ছাদে বসেও শোভাযাত্রা দেখেছেন। মূল মঞ্চের সামনে কয়েকটি জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও ছিল। কার্নিভালের জন্য বারাসতের ডাকবাংলো মোড়, যশোহর রোডের হাসপাতাল সংলগ্ন এলাকা এবং টাকি রোডের কাজিপাড়ার পর শহরমুখী কোনও গাড়ি ঢুকতে দেয়নি পুলিশ। ২০১৯ সালে শেষবার দুর্গাপুজোর কার্নিভাল হয়েছিল বনগাঁয়। পাঁচ বছর পর ফের কার্নিভাল দেখার সুযোগ পেলেন সীমান্ত শহরের বাসিন্দারা।

Durga Puja 2024: চার বছর পরে বনগাঁয় ফিরছে কার্নিভ্যাল
বনগাঁ-চাকদা রোডের শক্তিগড় কালীবাড়ি থেকে শুরু হয় শোভাযাত্রা। মূল মঞ্চ করা হয়েছিল বনগাঁ থানা সংলগ্ন ত্রিকোণ পার্কে। শোভাযাত্রা শেষে বনগাঁ থানা সংলগ্ন ইছামতীর ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেছে বনগাঁ পুরসভা। এ দিনের কার্নিভালে হাজির ছিলেন পুলিশ সুপার দীনেশ কুমার, এসডিও উর্মি দে বিশ্বাস, পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

বসিরহাটেও নৈহাটি বিদ্যুৎ সঙ্ঘ, ১১ পল্লি, অনির্বাণ সঙ্ঘ, ধলতিথা নিউ স্মৃতি সঙ্ঘ, হরিশপুর নেতাজি সঙ্ঘ, জাতীয় পাঠাগার ব্যায়ামপীঠ, প্রান্তিক, প্রাণের পুজো-সহ ১২টি সর্বজনীন কার্নিভালে অংশ নেয়। এ দিন বিকেলে বসিরহাটের প্রান্তিক মাঠ থেকে কার্নিভাল শুরু হয়। শেষ হয় বোটঘাটে। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাপরিষদের সহ সভাধিপতি বীণা মণ্ডল, বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, মহকুমাশাসক আশিস কুমার, জেলা পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান, পুরপ্রধান অদিতি মিত্র। পুরুলিয়ার ছৌ, বাউল, ঝুমুর, লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয় বসিরহাটের কার্নিভালে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *