Durga Puja Carnival 2024 Live: রানি রাসমণি অ্যাভিনিউতেই ‘দ্রোহের কার্নিভাল’, উচ্ছ্বাস জনতার – kolkata durga puja carnival 2024 live updates including junior doctors protest programme


মঙ্গলবার জোড়া কার্নিভালের সাক্ষী থাকবে কলকাতাবাসী। একদিকে, দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে রেড রোডে। কলকাতার প্রসিদ্ধ পুজোগুলি তাঁদের প্রতিমা নিয়ে হাজির অনুষ্ঠানে। বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। অন্যদিকে, জুনিয়র ডাক্তাররা ‘দ্রোহের কার্নিভাল’ পালন করতে চলেছেন। রানি রাসমণি রোড এলাকায় গড়ে তোলা হবে মানববন্ধন। কী আপডেট রয়েছে দুই কার্নিভালের, দেখে নিন একনজরে –

  • হাইকোর্টের নির্দেশের পর লৌহকপাট সরিয়ে দেওয়া হলো রানি রাসমণি রোডে। তবে, পুজোর কার্নিভাল এবং দ্রোহের কার্নিভালের রুটের মাঝের অংশে ব্যারিকেড রাখা হতে পারে। অন্যদিকে, ব্যারিকেড খুলতেই উচ্ছ্বাস আন্দোলনকারীদের মধ্যে।
Droher Carnival
  • হাইকোর্টের নির্দেশ, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। দ্রোহের কার্নিভালে কত মানুষের জমায়েত হবে তা কলকাতা পুলিশকে অবগত করতে হবে জুনিয়র ডাক্তারদের। এই কর্মসূচির জন্য কোনওভাবেই রানি রাসমণি রোড এলাকার বাইরে যেতে পারবে না। ব্যারিকেডের ভেতরেই থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে কার্নিভাল করতে হবে।

  • রানি রাসমণি রোডে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস ফোরামের দ্রোহের কার্নিভালের অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রবি কৃষাণ কাপুরের অবকাশকালীন বেঞ্চ।

  • ‘দ্রোহের কার্নিভাল’-এর আগে রানি রাসমণি অ্যাভিনিউ এবং আশপাশের এলাকায় ১৬৩ ধারা জারি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স। রাজ্যের তরফে হাইকোর্টে আর্জি জানানো হয়, অন্যদিন দ্রোহের কার্নিভাল করা হোক। রামলীলা ময়দানে এই কর্মসূচি করা যেতে পারে বলে জানানো হয় রাজ্যের তরফে।

Photographers Interview: পুজো শেষে ফটোগ্রাফারদের বিশেষ সম্মান ‘এই সময় অনলাইন’-এর

  • নেতাজি মূর্তির কাছে গড়ে তোলা হয়েছে বিশালাকৃতি ব্যারিকেড। পুলিশের তরফে রেড রোড এবং রানি রাসমণি রোডের একটি করে লেন ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেডে দিয়ে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।
  • দুপুর থেকেই শহরের প্রসিদ্ধ পুজোগুলির ট্যাবলো আসতে শুরু করেছে রেড রোডে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
  • দ্রোহের কার্নিভাল রুখতে মধ্য কলকাতায় ৯ জায়গায় জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ। পাশাপাশি, রানি রাসমণি রোড এবং সংলগ্ন কিছু এলাকায় জারি করা হয়েছে ১৬৩ ধারা (পূর্ববর্তী ১৪৪ ধারা)।

রাজ্য সরকারের উদ্যোগে বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। মঞ্চে হাজির থাকেন কলকাতার বিশিষ্ট শিল্পীরা, হাজির হন বহু বিদেশি অতিথিও। পুজোর পর কার্নিভাল দেখতে মুখিয়ে থাকেন কলকাতার বাসিন্দারা। একই দিনে আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও নিজেদের দাবি দাওয়া নিয়ে দ্রোহের কার্নিভাল পালন করতে চলেছে আন্দোলনরত ডাক্তারেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *