Farakka News,নাবালিকার ময়না-তদন্তে ম্যাজিস্ট্রেট থাকুন, চায় হাইকোর্টও – high court wants magistrate to remain in post mortem of minors in farakka


এই সময়: মুর্শিদাবাদের ফরাক্কায় এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের তদন্তে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না-তদন্তের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হলো পরিবার। তবে নিয়মমাফিক আবেদন দায়ের করার সুযোগ পাননি আইনজীবী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৃতের পরিবারের আবেদন শুনে তলব করেন রাজ্যের কৌঁসুলিদের।মৌখিক ভাবে তাঁদের কাছে আদালতের অনুরোধ, মুর্শিদাবাদের সরকারি আইনজীবীকে জানান, ময়না-তদন্তের সময়ে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন দাখিল করতে। তদন্ত সঠিক হওয়া জরুরি। পরিবার বেশি কিছু চায়নি, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি চেয়েছে মাত্র, মন্তব্য বিচারপতির।

ফরাক্কায় নাবালিকাকে খুনের পাশাপাশি যৌন নিগ্রহও, কারণ খুঁজতে তদন্তে পুলিশ

মুর্শিদাবাদের ফরাক্কায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় ন’বছরের ওই কিশোরী। পরে তাকে খুন করা হয়। মৃতের পরিবার ময়না-তদন্তের সময়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাখার জন্য পুলিশের কাছে আবেদন করে। তবে পুলিশ তাতে পাত্তা না দেওয়ায় এ দিন দুপুরেই হাইকোর্টে এ নিয়ে মৌখিক আবেদন করেন আইনজীবী শামিম আহমেদ।

তারপরেই বিচারপতি ঘোষ সরকারি কৌঁসুলিদের ডেকে জানান, যে ভাবে জয়নগরে ন’বছরের কিশোরীকে ধর্ষণ-খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেখে ময়না-তদন্ত করা হয়েছিল, এ ক্ষেত্রেও সেটা করার অনুরোধ জানানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *