কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি মোতাবেক কোন কোন রাস্তায় করা যাবে না জমায়েত?
রানি রাসমণি রোড: পূর্বে ডোরিনা ক্রসিং থেকে পশ্চিমে নেতাজি মূর্তি পর্যন্ত, হাওড়া মেট্রোর গ্রিন চ্যানেল এবং রানি রাসমণি পার্ক থেকে সেন্ট্রাল বাস টার্মিনাস এবং ভবানীপুর তাঁবু পর্যন্ত জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ।
ওয়াই চ্যানেল: পূর্বে মেট্রো চ্যানেলের আউটপোস্টের পিছন দিক থেকে জহরলাল নেহরু রোডের ধার ধরে ডোরিনা ক্রসিং পর্যন্ত, পশ্চিমে রানি রাসমণি অ্যাভিনিউ থেকে উত্তর দিকে ট্রাম লাইনের পূর্ব দিক পর্যন্ত, উত্তরে এসপ্ল্যানেড রো পূর্ব দিকে এবং দক্ষিণে আর আর অ্যাভিনিউ পর্যন্ত জমায়েত নিষিদ্ধ।
নিউ রোড: পূর্ব ও পশ্চিমের ফুটপাথ-সহ ডোরিনা ক্রসিং থেকে প্রেস ক্লাব পর্যন্ত, ডোরিনা ক্রসিং থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত এবং দক্ষিণে মেয়ো রোড পর্যন্ত জমায়েত বন্ধ।
মেয়ো রোড: পশ্চিমে রেড রোড থেকে পূর্ব দিকে জহরলাল নেহরু রোড, রেড রোড থেকে জওহরলাল নেহরু রোডের রাস্তার দুই দিকেই জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
আউটরাম রোড: পূর্ব দিকে জহরলাল নেহরু রোড, পশ্চিমে কেপি রোড, রেড রোড এবং ডাফরিন রোডের সংযোগস্থল পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই দিকেই রাস্তাতে জমায়েত বন্ধ করা হয়েছে।
অ্যাকাডেমি অফ ফাইন আর্টস: রবীন্দ্র সদন থেকে ক্যাথেড্রাল রোডের পূর্ব দিকের ফুটপাথ থেকে শুরু করে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, ক্যাথিড্রাল রোডের পশ্চিম দিকের ফুটপাথ থেকে মোহর কুঞ্জের সামনে, সেন্ট পলসের দক্ষিণ দিক থেকে হরিশ মুখার্জি রোড এবং এজেসি বোস রোডের সংযোগস্থল পর্যন্ত জমায়েত বন্ধ রাখা হচ্ছে।
জহরলাল নেহরু রোড: ধর্মতলা ক্রসিং থেকে পূর্ব ও পশ্চিমের ফুটপাথ-সহ থিয়েটার রোড পর্যন্ত, ধর্মতলা ক্রসিং (লেনিন সরণির ক্রসিং, এসপ্ল্যানেড রোড ইস্ট), ধর্মতলা ক্রসিং থেকে শেক্সপিয়র সরণি এবং চৌরঙ্গি রোড পর্যন্ত জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
কুইনস ওয়ে: ক্যাথেড্রাল রোড এবং শেক্সপিয়ার সরণি এক্সটেনশন ক্রসিং, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং হাসপাতাল রোড ক্রসিং, ক্যাথেড্রাল রোডের ক্রসিং থেকে শেক্সপিয়ার সরণি ক্রসিং থেকে ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং হাসপাতাল রোডের সংযোগস্থল পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই দিকেই জমায়েত নিষিদ্ধ।
স্ট্র্যান্ড রোড: হাওড়া ব্রিজ যাওয়ার রাস্তার সংযোগস্থল থেকে দক্ষিণে কমিশনারেড রোডের সংযোগস্থল পূর্ব ও পশ্চিম দিকে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
এ দিকে পুলিশের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রধান বিচারপতিকে মেল করে বিশেষ বেঞ্চ বসানোর আবেদন করেন তাঁরা। এ দিন দুপুর ২টো নাগাদ কলকাতা হাইকোর্টের বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চে মামলাটি উঠতে পারে।