North Bengal Medical College,পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলে উত্তরবঙ্গ মেডিক্যালে ভাঙচুর, পাকড়াও ৩ – patient family allegedly attacks super office of north bengal medical college


পরিষেবা না মেলার অভিযোগ তুলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভাঙচুর চালালেন রোগীর পরিজনরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল হাসপাতালে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২ জুনিয়র চিকিৎসক ইতিমধ্যেই ‘আমরণ অনশন’-এ বসেছিলেন। তাঁদের একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সোমবার থেকে নতুন করে আরও একজন জুনিয়র চিকিৎসক সেখানে অনশনে বসেন।

রোগীর পরিবারের দাবি, চিকিৎসকরা জানাচ্ছেন এমার্জেন্সি খোলা রয়েছে। কিন্তু একাধিক বর্হিবিভাগ বন্ধ। বিভিন্ন বিভাগে চিকিৎসক নেই। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী এবং তাঁদের পরিজনকে।

অভিযোগ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিভাগে এ দিন কোনও চিকিৎসক ছিলেন না। সোমবার প্রচুর রোগীরা এসে ঘুরে যান। মঙ্গলবার সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন রোগীরা। অভিযোগ, রোগীদের নাম নথিভুক্ত করা হচ্ছিল না।

ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ, ডাক্তারদের বিক্ষোভ রায়গঞ্জ হাসপাতালে, গ্রেপ্তার ২

এ দিকে সকাল থেকে ইসলামপুর, জলপাইগুড়ি-সহ বিভিন্ন জায়গা থেকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন বহু রোগী। পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভ চলাকালীন সুপারের কার্যালয়ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সেখানে নিরাপত্তারক্ষীদের মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা ছড়ায়। এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *