Twin Baby,একদিনে জন্ম ৯ জোড়া যমজ শিশুর, নজিরবিহীন ঘটনা বর্ধমান হাসপাতালে – nine pair of twin baby born in burdwan medical college hospital created record


নজিরবিহীন ঘটনা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। একদিনে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জন্ম নিল ৯ জোড়া যমজ সন্তান। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, একই দিনে এতগুলি যমজ শিশুর জন্ম এর আগে বর্ধমান মেডিক্যালে হয়নি।জানা গিয়েছে, জন্ম নেওয়া ১৮টি শিশুর মধ্যে ১১ কন্যা সন্তান ও বাকি ৭ পুত্র সন্তান। আপাতত প্রতিটি শিশু ও তাঁদের মায়েরা সবাই সুস্থ বলেই মেডিক্যালের প্রসূতি বিভাগ সূত্রে জানানো হয়েছে। বুধবার নয় জন প্রসূতি সকলেই যমজ সন্তানের জন্ম দেন। শিশুগুলির মধ্যে ৫টি শিশুর ওজন সামান্য কম থাকায় তাঁদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাঁদের ‘নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট’-এ (এনআইসিইউ) রাখা হয়েছে। যদিও সব শিশুই সুস্থ এবং তাঁরা বিপদমুক্ত বলে জানানো হয়েছে। মায়েরাও সুস্থ আছেন।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, ‘এর আগেও গত অগস্ট মাসে মেডিক্যাল কলেজেই বিরল এবং জটিল অস্ত্রোপচারে জন্ম নেয় এক কন্যা সন্তান। ফের হাসপাতালের এই ঘটনা প্রমাণ করল যে আমার সঠিক পরিষেবা বজায় রেখেছি। জুনিয়র, সিনিয়র-সহ সকল কর্মীকে এই জন্য ধন্যবাদ। মা এবং শিশুরা সুস্থ আছেন।’

সদ্যোজাতের মৃতদেহ উধাও! চাঞ্চল্য শিলিগুড়ি হাসপাতালে, তদন্তের আশ্বাস সুপারের
যমজ শিশুর এক পরিবারের সদস্য বলেন, ‘আমার যমজ ভাগ্নে হয়েছে। দু’জনেই ভালো আছে। ডাক্তারদের থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। শুনলাম, অনেকেরই আজ যমজ শিশু সন্তান হয়েছে। প্রত্যেক শিশুই সুস্থ থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।’ হাসপাতালের চিকিৎসক সুপ্রতিম বসু বলেন, ‘আপনার জানেন, রাজ্যের হাসপাতালগুলিতে সমস্যা চলছে। জুনিয়ররা আন্দোলন করছে। তার মধ্যেও আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করলাম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *