Digha Sea Beach,কটালের জলোচ্ছ্বাসে রাতে ভাসল ওল্ড দিঘা, মাইকে প্রচার পুলিশের – digha sea beach floated for heavy wave in full moon


এই সময়, দিঘা: পূর্ণিমার কোটালের জলচ্ছ্বাসে ভাসলো দিঘা। সকালের জোয়ারের সময় জলচ্ছ্বাস দেখা গেলেও সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৯ পর্যন্ত টানা জলচ্ছ্বাসের জেরে সমুদ্রের জল সৈকত সরণি পেরিয়ে রাস্তার প্রধান রাস্তা ভাসিয়ে রাজবাড়ি কমপ্লেক্স পর্যন্ত পৌঁছে যায়। যদিও জলচ্ছ্বাসের জেরে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে জলচ্ছ্বাসের আশঙ্কায় সতর্ক ছিল প্রশাসন।দুর্ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হলেও কোনও সতর্কতা জারি হয়নি বা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়নি বলে মহকুমা পুলিশ ও দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানানো হয়েছে। প্রতি পূর্ণিমা ও অমাবস্যার কোটালে দিঘা উপকূলে উত্তাল সমুদ্রের ঢেউ গার্ডওয়ালে ধাক্কা দিয়ে জলচ্ছ্বাসের সৃষ্টি করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ও সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পূর্ণিমার কোটালে সমুদ্রের ঢেউ গর্ডওয়ালে ধাক্কা দিয়ে জলচ্ছ্বাসের সৃষ্টি করে ও গার্ডওয়াল টপকে সৈকত সরণিতে ঢুকে পড়ে। আর এই জলচ্ছ্বাস দেখতে পর্যটকরা সৈকতের পাশে ভিড় জমালেও পুলিশি নজরদারির কারণে পর্যটকরা সমুদ্রের পাশে যেতে পারেননি। পর্যটকদের প্রায় সৈকত থেকে ২০০ ফুট দুরে আটকে দেয় পুলিশ।

ডিএসপি (ডিএন্ডটি) আবুনুর হোসেন বলেন, ‘পুজোর সময় অতি উৎসাহী পর্যটকদের সমুদ্রে নামা আটকাতে সৈকতে পুলিশি ও নুলিয়াদের নজরদারি বাড়ানো হয়েছে। স্নানের ঘাটগুলি দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।’ দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘প্রতি কোটালের মতো এই কোটালেও জোয়ারের সময় উত্তাল ঢেউ ওল্ড দিঘার সমুদ্র সৈকতের গার্ডওয়াল টপকে সৈকত সরণিতে ঢুকে পড়েছিল। ভাটার সময় জল নেমে গিয়েছে।’ ছবি — রাতে জল থৈথৈ দিঘা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *