Kolkata Municipal Corporation,তপোব্রত রায়কে আটকের ঘটনায় ‘চুপ’ পুরসভা, প্রতীকী অনশনে এ বার KMC-র চিকিৎসকরা – kolkata municipal corporation doctors are doing symbolic hunger strike in support of tapabrata roy


পুজো কার্নিভাল থেকে চিকিৎসক তপোব্রত রায়কে পুলিশের আটক করার ঘটনায় কলকাতা পুরসভার তরফে শুক্রবার বিকেল পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে এ দিন কলকাতা পুরসভার সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কাজের সময় ‘প্রতীকী অনশন’ করলেন পুরসভার সব চিকিৎসক। শনিবার পুর কর্তৃপক্ষের সঙ্গে চিকিৎসকরা একটি বৈঠক করতে পারেন, সূত্রের খবর এমনটাই।রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে পুরসভার টিমে ইমার্জেন্সি ডিউটিতে ছিলেন পুরসভারই চিকিৎসক তপোব্রত রায়। তিনি অনশনকারী জুনিয়র ডাক্তারদের সমর্থনে ‘প্রতীকী অনশনকারী’লেখা ব্যাজ পরেছিলেন। সেই কারণে তাঁকে আটক করার অভিযোগ ওঠে ময়দান থানার পুলিশের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তাররা ময়দান থানায় গিয়ে বিক্ষোভ দেখালে কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পরেই পুরসভার চিকিৎসকদের একাংশ দাবি করেন, তাঁদের সহকর্মীকে ‘হেনস্থা’ করার জন্য ক্ষমা চাইতে হবে পুলিশকে এবং পুরসভাকেও ঘটনার নিন্দা জানাতে হবে।

পুরসভার চিকিৎসকদের মূলত তিন দফা দাবি ছিল। প্রথমত, চিকিৎসক তপোব্রত রায়কে পুলিশের আটক করার ঘটনায় পুরসভার তরফে তাদের নির্দিষ্ট সোশ্যাল মিডিয়ায় নিন্দা জানিয়ে পোস্ট করতে হবে। দ্বিতীয়ত, পুলিশকে তপোব্রতর কাছে দুঃখপ্রকাশ করতে হবে। তৃতীয়ত, যেহেতু পুরসভার চিকিৎসককে অপমান করা হয়েছে, সেই কারণে পুরসভাকেই আইনি সহায়তা দিতে হবে। সূত্রের খবর, শনিবার কলকাতার পুর কমিশনারের সঙ্গে দাবি নিয়ে আলোচনা করতে পারেন চিকিৎসকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *