Naihati Boro Maa: কালীপুজোর প্রস্তুতি বড়মার মন্দিরে, শুরু ২১ ফুটের মূর্তি তৈরি – naihati boro maa kali puja 2024 preparation started with kathamo puja for more details watch video


লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে কালীপুজোর প্রস্তুতি। নৈহাটিতে ফের উৎসব। নৈহাটির জাগ্রত বড়মা কালীর পুজোর এ বার ১০১ তম বছর। বৃহস্পতিবারই বড়মা কালীর সুউচ্চ প্রতিমা তৈরির জন্য হয়ে গেল পুজো। এদিন মায়ের কাঠামো পুজোর মধ্যে দিয়েই তাই শুরু হল এবারের সুউচ্চ কালী প্রতিমা তৈরীর কাজ। দিন কয়েক আগেই প্রতি বছরের মতো এবছরও সংস্কার করা হয় বড় মা কালীর কাঠামোটি। তার উপরই বাঁশ দিয়ে তৈরি করা হয় মূল কাঠামোর অংশ। এদিন রীতিমতো বিশেষ পুজোর মধ্যে দিয়েই কাঠামো পুজোয় অংশ নিয়েছিলেন বহু ভক্ত। নৈহাটি অরবিন্দ রোডে মৃৎশিল্পীদের হাতে এবার ধীরে ধীরে গড়ে উঠবে বড়মার প্রতিমা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *