স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত উক্তি, জীবে প্রেম করে যেই জন, সে জন সেবিছে ঈশ্বর। আবার রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন, প্রত্যেক প্রাণীর মধ্যেই রয়েছে ঈশ্বরের উপস্থিতি। ঠিক সেটাই বিশ্বাস করেন সল্টলেকের সুকন্যা দে। নিজের পোষ্যকেই আসনে বসিয়ে লক্ষ্মীজ্ঞানে পুজো করে আসছেন তিনি। দীর্ঘ ১০ বছর ধরেই এভাবেই নিজের আদুরে সারমেয় ম্যাগিকে লক্ষ্মী জ্ঞানে পুজো করেন সুকন্যা। তবে তিন বছর হল ম্যাগির সঙ্গে ঘটেছে সুকন্যার চিরবিচ্ছেদ। তবুও সন্তানসম পোষ্যকে তিনি ভোলেননি।