Polba Police Station,নেপাল থেকে পোলবায় এসে নিখোঁজ নাবালিকা – a minor girl missing who came from nepal to polba


এই সময়, পোলবা: নেপাল থেকে হুগলির পোলবার গ্রামের বাড়িতে এসে নিখোঁজ হলো এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে পোলবা থানা এলাকায়। বৃহস্পতিবার ওই নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমেছে পুলিশ।নাবালিকার বাবার গ্রামের বাড়ি পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তিনি পেশায় ট্রাক চালক। থাকেন কল্যাণীতে। তাঁর স্ত্রী ছেলেমেয়েকে নিয়ে নেপালের বিরাটনগরে ভাইয়ের বাড়িতে থাকেন। দশমীর দিন ওই ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে পোলবার গ্রামে আসেন। সেই বাড়িতে তাঁর পিসি ও বোন থাকেন। বুধবার বিকেলে ওই নাবালিকার মা ছেলেমেয়েকে নিয়ে এক আত্মীয়ের বাড়ি যান। সেখান থেকে তেরো বছরের ওই নাবালিকা বাড়ি যাচ্ছি বলে বেরিয়ে আসে। তার মা জানান, তার পর থেকে মেয়ের কোনও হদিস পাওয়া যায়নি।

নাবালিকার মা বলেন, ‘আশেপাশে খোঁজ করেছি। কিন্তু কোনও সন্ধান মেলেনি। মেয়ে ভালো বাংলা জানে না। নেপালি আর অল্প হিন্দি জানে। এখানকার রাস্তাও চেনে না। এলাকায় তার পরিচিতও কেউ নেই। কী হলো, কোথায় গেল, কিছুই বুঝতে পারছি না।’ নাবালিকার বাবা বলেন, ‘বাড়ি থেকে জিন্স, টিশার্ট পরে বেরিয়েছিল। মেয়েকে একজন দেখেছে চুঁচুড়া স্টেশনের দিকে হেঁটে যেতে। মেয়ে কিছুটা মানসিক ভাবে অসুস্থ। মাকে বলেছিল বাড়ি যাবে। সারা রাত খুঁজেও পাওয়া যায়নি।’

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) প্রিয়ব্রত বক্সী বলেন, ‘কয়েক দিন আগে মেয়েটিকে চুঁচুড়া থানার পুলিশ রাস্তা থেকে উদ্ধার করেছিল। তখন তার বাড়ির লোকের হাতে মেয়েটিকে তুলে দেওয়া হয়। আবার শুনছি কোথাও চলে গিয়েছে। নাবালিকার মানসিক সমস্যা আছে। আমরা একটি অপহরণের মামলা রজু করে তদন্ত শুরু করেছি।’

Hooghly News: মদ্যপানের প্রতিবাদ, আরামবাগে যুবককে ‘পিটিয়ে খুনের’ অভিযোগ, তৃণমূল নেতা-সহ ধৃত ২

অন্যদিকে, পোলবা থানার বারুল প্রসাদপুর গ্রামের বাসিন্দা বছর ১৬-এর নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়ায় অপহরণের অভিযোগ উঠল। বুধবার দুপুর থেকে নাবালিকার কোনও খোঁজ মেলেনি। নাবালিকার মা বলেন, ‘দুপুর ১২টার সময় বাড়ি থেকে মেয়ে বেরিয়েছিল। বাড়ির সামনে সাজগোজের জিনিসের দোকানে টাকা দেওয়ার জন্য গিয়েছিল। তার পরে দীর্ঘক্ষণ কেটে গেলেও মেয়ের খোঁজ মেলেনি। এলাকার মানুষজন বলছে রাস্তায় একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আমাদের সন্দেহ মেয়েকে অপহরণ করা হয়েছে।’

নাবালিকার বাবা রং মিস্ত্রি। তিনি অপহরণের অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, শেষ পাঁচ মাসে প্রায় ১৭ জন নাবালিকাকে উদ্ধার করেছে পোলবা থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *